Uddhav Thackeray

কপ্টারে রাখা ব্যাগে তল্লাশি নির্বাচন কমিশনের, উদ্ধব প্রশ্ন করলেন, ‘মোদীর লাগেজেও কি এমন হবে?’

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব পিটিআই-কে জানিয়েছেন, যভতমল জেলায় ওয়ানিতে তাঁর দলের প্রার্থী সঞ্জয় দেরকরের জন্য প্রচারে যাওয়ার সময় তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২০:৪১
উদ্ধব ঠাকরে।

উদ্ধব ঠাকরে। —ফাইল চিত্র।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাঁর দলের প্রার্থীদের বিলি করার জন্য সুটকেস ভর্তি কালো টাকা নিয়ে প্রচারে বেরোচ্ছেন বলে কয়েক দিন আগেই অভিযোগ তুলেছিলেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। সোমবার উদ্ধব অভিযোগ তুললেন, প্রচার কর্মসূচির তাঁর ব্যাগে তল্লাশি চালিয়েছেন সরকারি কর্তারা!

Advertisement

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, যভতমল জেলায় ওয়ানিতে তাঁর দলের প্রার্থী সঞ্জয় দেরকরের জন্য প্রচারে যাওয়ার সময় তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। তিনি বলেন, ‘‘আমার হেলিকপ্টার ওয়ানিতে পৌঁছনোর পরে আমার লাগেজে তল্লাশি চালানো হয়।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি এই ঘটনার বিব্রত হইনি। শুধু এটাই চাই, নির্বাচন কমিশনের আধিকারিকেরা তাঁদের দায়িত্ব সঠিক ভাবে পালন করুন, আমি আমার দায়িত্ব পালন করব।’’

তবে ঘটনার জন্য কমিশনকে খোঁচা দিতেও ছাড়েননি উদ্ধব, তাঁর প্রশ্ন, ‘‘এর পরে কি একই ভাবে কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাসক শিবিরের সিনিয়র নেতাদের ব্যাগও পরীক্ষা করবে?’’ আগামী ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর। মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাজুটি’এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে।

Advertisement
আরও পড়ুন