Opposition Unity

নীতীশের বাড়িতে শুরু বিরোধী জোটের বৈঠক, দিল্লির অর্ডিন্যান্স নিয়ে আপ-এর খোঁচা কংগ্রেসকে

আপ মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কংগ্রেসের গোপন সমঝোতা হয়েছে। তাই অর্ডিন্যান্স বিরোধিতায় সামিল হবে না কংগ্রেস।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
পটনা শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ১৩:৩০
Amid opposition meet in Patna AAP slams Congress for not opposing the Delhi ordinance

পটনায় নীতীশের বাড়িতে বিরোধী নেতৃত্বের বৈঠক। ছবি: পিটিআই।

নীতীশ কুমারের ডাকা বিজেপি বিরোধী দলগুলির বৈঠক শুরু হল পটনায়। আর তার আগেই দিল্লির আমলাতন্ত্রের উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রের বিতর্কিত অর্ডিন্যান্স (অধ্যাদেশ) নিয়ে কংগ্রেসকে নিশানা করল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। আপ মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, ওই অর্ডিন্যান্স নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কংগ্রেসের গোপন সমঝোতা হয়েছে। তাই অর্ডিন্যান্স বিরোধিতায় সামিল হবে না কংগ্রেস।’’

সূত্রের খবর, মোদী সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতায় কংগ্রেসের সমর্থন না-পেলে পটনা বৈঠক বয়কটের হুমকি দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। শেষ পর্যন্ত নীতীশের অনুরোধে বৃহস্পতিবার রাতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানকে সঙ্গে নিয়ে পটনায় পৌঁছন তিনি। আপের অভিযোগের জবাবে দিল্লির কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, ‘‘কংগ্রেস শীর্ষ নেতৃত্ব পটনায় গিয়েছেন, বিজেপি-বিরোধী ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হওয়ার বার্তা দিতে। অর্ডিন্যান্স নিয়ে কেজরীওয়ালের সঙ্গে দর কষাকষি করতে নয়।’’

Advertisement

কেজরীর কয়েক ঘণ্টা আগেই বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে পটনায় পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তাঁরা গিয়েছিলেন সার্কুলার রোডে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাংলোয়। মমতার সঙ্গে দেখা করার জন্য আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং তাঁর স্ত্রী তথা বিহারের মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী চলে এসেছিলেন ছেলের বাড়িতে। লালুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন মমতা, সঙ্গে অভিষেকও।

সেখানে আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়ে মমতা বলেন, ‘‘বিহারের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। বিহারে এসে ভাল লেগেছে। লালুজিকে অনেক সম্মান করি। রাবড়ী দেবী, তেজস্বীর সঙ্গে দেখা করে ভাল লেগেছে। লালুজি শীর্ষনেতা। বহু দিন জেলে ছিলেন। হাসপাতালে ছিলেন। শরীর ঠিক ছিল না। আজ দেখে ভাল লেগেছে। বিজেপির বিরুদ্ধে লালুজি ভাল ভাবে লড়তে পারবেন। একসঙ্গে লড়ব। ওয়ান টু ওয়ান। সম্মিলিত ভাবে লড়ব।’’

নীতীশের বৈঠকে যোগ দিতে শুক্রবার সকালে পটনার পৌঁছন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন নীতীশ। বিমানবন্দর থেকে প্রদেশ কংগ্রেসের সদর দফতর সদাকত আশ্রমে যান তাঁরা। সেখানে রাহুল বলেন, ‘‘কর্নাটকের মতোই চার রাজ্যের আসন্ন বিধানসভা ভোটেও কংগ্রেস জয়ী হবে।’’ এর পর ১ অ্যানে মার্গে নীতীশের সরকারি বাসভবনে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যান তাঁরা।কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি এবং ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও বৃহস্পতিবার রাতে পটনায় পৌঁছেছিলেন।

শুক্রবার সকালে কন্যা সুপ্রিয়া সুলে এবং দলের নেতা প্রফুল পটেলকে নিয়ে পটনায় পৌঁছন এনসিপি প্রধান শরদ পওয়ার। জেএমএম প্রধান তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআইএমএল লিবাবেশন-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (বালাসাহেব) প্রধান উদ্ধব ঠাকরে এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তাঁরা সকলেই হাজির রয়েছেন নীতীশের বাড়িতে।

আরও পড়ুন
Advertisement