Harassing Dalit Teen

দলিত কিশোরের গায়ে মূত্রত্যাগের অভিযোগ তামিলনাড়ুতে, অত্যাচার কি জাতিবৈষম্যের জেরে?

দলিত কিশোরকে মারধর করে তার গায়ে মূত্রত্যাগ করার অভিযোগ উঠল তামিলনাড়ুতে। কিশোরের উপর এর আগেও বিভিন্ন অত্যাচার চলত বলে অভিযোগ। ভয়ে সে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। সম্প্রতি গ্রামে ফিরলে আবার তার উপর অত্যাচার শুরু হয় বলে দাবি কিশোরের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১২:১৪
তামিলনাড়ুতে দলিত কিশোরের উপর অত্যাচারের অভিযোগ।

তামিলনাড়ুতে দলিত কিশোরের উপর অত্যাচারের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বছর সতেরোর এক দলিত কিশোরকে মারধরের অভিযোগ উঠল তামিলনাড়ুতে। মারধরের পর ওই কিশোরের গায়ে মূত্রত্যাগও করা হয়েছে বলে অভিযোগ। কিশোরের দাবি, ঘটনার সময় সেখানে ছ’বছরের এক নাবালক দাঁড়িয়ে ছিল। নাবালকের সামনেই তাঁর গায়ে মূত্রত্যাগ করা হয়েছে। ওই ঘটনায় তফসিলি জাতি এবং জনজাতির উপর অত্যাচার দমন আইনের আওতায় মামলা রুজু করেছে পুলিশ। ছ’জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদুরাই গ্রামীণ পুলিশ জেলার একটি দল অভিযোগের তদন্ত চালাচ্ছে।

Advertisement

ওই দলিত কিশোরের অভিযোগ, এর আগেও তার উপর বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, তাকে গ্রামও ছাড়তে হয়েছিল। অত্যাচারের ভয়ে তামিলনাড়ু ছেড়ে কেরলে গিয়ে থাকতে শুরু করে ওই কিশোর। সম্প্রতি পোঙ্গল (ক্ষেত থেকে ফসল কাটার উৎসব)-এর জন্য তামিলনাড়ুর বাড়িতে ফেরে সে। বাড়ি ফেরার পর চুপচাপ নিজেকে আড়াল করেই রাখছিল কিশোর। কিন্তু এর মধ্যেও অভিযুক্তেরা তার বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তাকে টেনে নিয়ে যাওয়া হয় গ্রামের একটি নিরিবিলি জায়গায়।

কিশোরের অভিযোগ, সেখানে তাকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং জাতপাত তুলে গালিও দেওয়া হয়। কোনও কিছু না করা সত্ত্বেও তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ঘটনার পর আহত অবস্থায় তাকে হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল। মাদুরাইয়ের পুলিশ সুপার বিকে অরবিন্দ রবিবার জানান, ঘটনার তদন্ত চলছে এবং মামলাও রুজু করা হয়েছে। কড়া পদক্ষেপের কথাও বলেছেন তিনি। কিশোর তার গায়ে মূত্রত্যাগের অভিযোগ তুললেও সেই অভিযোগকে মান্যতা দেয়নি পুলিশ। পুলিশের দাবি, এ বিষয়ে কিছু ভ্রান্ত খবর ছড়িয়ে পড়ছে।

Advertisement
আরও পড়ুন