Salman Khan

সলমন চান না তাঁর স্ত্রী বাইরে কাজ করুন? ছেলের সম্পর্কে বড় সত্য ফাঁস করলেন সেলিম খান

প্রেমে পড়ার পরে সলমনের দৃষ্টিভঙ্গি নাকি বদলে যায়। প্রেমে পড়লে সেই নায়িকার মধ্যেই মায়ের গুণাগুণ খুঁজতে থাকেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৪:৪৬
Salim Khan once revealed that Salman Khan searches his mother’s quality in his lovers

সলমনকে নিয়ে বড় কথা জানালেন বাবা সেলিম খান। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই ৫৯ বছর পূর্ণ করেছেন সলমন খান। কিন্তু তাঁর অনুরাগীরা মনে করেন, বয়স সংখ্যামাত্র। তাই আজও তাঁরা অপেক্ষায়, কবে বিয়ের পিঁড়িতে বসছেন সলমন? একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। কারও সঙ্গেই প্রেম পরিণতি পায়নি। তবু আশা ছাড়তে নারাজ সলমনের অনুরাগীরা। কিন্তু ভাইজান নিজে কি আদৌ বিয়ে করতে বিয়ে করতে চান? এই বিষয়ে মুখ খুলেছিলেন সলমনের বাবা সেলিম খান।

Advertisement

সলমনের বাবা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সলমনের বিষয়ে কী বলব, আমি সত্যি জানি না। সলমনের ভাবনাচিন্তায় কিছু দ্বন্দ্ব রয়েছে। সে কারণে ও বিয়ে করছে না। একসঙ্গে কাজ করতে করতেই প্রেমে পড়ে সলমন। তাঁরা প্রত্যেকেই খুব সুন্দরী। কাজ করতে করতেই আলাপ হয় ও তার পর ঘনিষ্ঠতা তৈরি হয়। তাই ছবির নায়িকাদের সঙ্গেই সম্পর্ক তৈরি হয়েছে সলমনের।”

কিন্তু প্রেমে পড়ার পরে সলমনের দৃষ্টিভঙ্গি নাকি বদলে যায়। প্রেমে পড়লে সেই নায়িকাদের মধ্যেই মায়ের গুণাগুণ খুঁজতে থাকেন তিনি। তাই সেলিম মনে করেন, একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলার মধ্যে মায়ের গুণ খুঁজে বেড়ানো মোটেই সঠিক সিদ্ধান্ত নয়। কেন কোনও মহিলা নিজের কাজ ছেড়ে শুধুমাত্র সংসারে মন দেবেন? ভাইজানের বাবা বলেছিলেন, “কেউ নিজের কাজকর্ম ছেড়ে কেন বিয়ে করে বাড়িতে বসে থাকবেন? এই ধরনের ভাবনাচিন্তাই সলমনের বড় সমস্যা।”

সেলিম বলেছিলেন, “প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পরেই সেই মানুষটাকে পরিবর্তন করার চেষ্টা করে সলমন। প্রেমিকার মধ্যে নিজের মাকে খুঁজতে থাকে। সেটা তো কখনওই সম্ভব নয়।” সলমনের বাবার স্পষ্ট মতামত, একজন কর্মরতা মহিলা কখনওই সন্তানের দেখাশোনা, তাকে স্কুলে দিয়ে আসা বা সংসারের কাজ করতে পারেন না।

এই মুহূর্তে ভাইজান তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’-এর প্রচার নিয়ে ব্যস্ত। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

Advertisement
আরও পড়ুন