Hyderabad

কন্যাকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্তকে খুন করলেন নাবালিকার বাবা- মা! এক বছর পর গ্রেফতার

২০২৩ সালের মার্চ মাসে ওই যুবকের দেহ উদ্ধার হয়। কিন্তু সেই খুনের নেপথ্যে কারা ছিলেন, তা তখন জানা যায়নি। এক বছরের বেশি সময় পর সেই খুনের রহস্যের কিনারা করল পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩
After a girl missing her parents trace online friend and end his life

প্রতিনিধিত্বমূলক ছবি।

সিনেমায় অভিনয়ের সুযোগ দেবেন। এই ‘টোপ’ দিয়ে এক নাবালিকা অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল ২৪ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। প্রতিশোধ নিতে অভিযুক্তকে খুন করে খালের জলে ফেলে দিয়েছিলেন ওই নাবালিকার বাবা-মা! ২০২৩ সালের সেই ঘটনায় শনিবার অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। পুলিশ তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত দম্পতির কন্যার সঙ্গে সমাজমাধ্যমে আলাপ হয়েছিল ও কুমার নামে এক যুবকের। সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেবেন বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই মতো পরিবারকে না জানিয়ে কুমারের সঙ্গে দেখা করে ওই নাবালিকা। অভিযোগ, অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করেন। পরে ওই নির্যাতিতা কোনও ভাবে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে বালানগর এলাকায় একা একা ঘুরতে দেখে তুলে নিয়ে একটি হোমে পাঠায়।

মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়ে নাবালিকার পরিবার। তার ট্যাব খুঁজে তারা জানতে পারে কুমারের কথা। তার পরই নির্যাতিতার বাবা-মা অভিযুক্ত যুবকের সঙ্গে কথা বলেন। নানা অছিলায় তাঁর সঙ্গে দেখা করেন। সে সময়ই দু’পক্ষের কথা কাটাকাটি হয়। সেই সময় আচমকাই কুমারকে খুন করেন ওই নাবালিকার বাবা-মা। তার পর তাঁর দেহ গাড়িতে বেঁধে এক খালে ফেলে দেন। পরে পুলিশ কুমারের দেহ উদ্ধার করলেও খুনের নেপথ্যে কারা ছিলেন, তা তখন জানা যায়নি। এক বছরের বেশি সময় পর সেই খুনের রহস্যের কিনারা করল পুলিশ।

Advertisement
আরও পড়ুন