শাসক দল বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
ত্রিপুরায় পুরভোটের ফল ঘোষণার পরই টুইটারে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনই যে জোড়াফুল শিবিরের পাখির চোখ, তা আবারও বুঝিয়ে দিলেন তিনি। শাসক দল বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে টুইটারে অভিষেক লিখলেন, ‘সবে তো খেলা শুরু, এ বার আসল খেলা হবে।’
আগরতলা পুরসভা, ছ’টি নগর পঞ্চায়েত, সাতটি পুর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে নির্বাচন হয়েছে ত্রিপুরায়। তার মধ্যে ৩২৯টি আসনেই জয় লাভ করেছে বিজেপি। মাত্র একটি আসনে জিতেছে তৃণমূল। এর পরই ত্রিপুরার দলীয় কর্মীদের মনোবল বাড়াতে টুইটারে অভিষেকের বার্তা, ‘অত্যন্ত সামান্য উপস্থিতি থেকে একটি দলের পক্ষে পুরভোটে সফল ভাবে নির্বাচনে লড়া এবং ২০ শতাংশের বেশি ভোট পেয়ে প্রধান বিরোধীর ভূমিকায় উঠে আসা সত্যিই অভূতপূর্ব ব্যাপার।’
‘হামলা, মামলা, তাণ্ডব’ করে ত্রিপুরায় পুরভোট হয়েছে বলে টুইটারে দাবি করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইটে লিখেছেন, ‘ত্রিপুরায় তৃণমূলের দু’মাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে। তার পরেও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।’
It is exceptional for a party beginning with negligible presence to successfully contest municipal elections and emerge as the PRINCIPAL OPPOSITION in the state with more than 20% vote share (1/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) November 28, 2021
অভিষেকও লিখলেন, ‘মাত্র তিন মাস আগেই ত্রিপুরায় রাজনৈতিক যাত্রা শুরু করেছিলাম আমরা। আর ত্রিপুরায় গণতন্ত্রকে ধ্বংস করতে কোনও সুযোগ ছাড়েনি বিজেপি। সাহসিকতার জন্য ত্রিপুরার দলীয় কর্মীদের অনেক অভিনন্দন।’