arvind kejriwal

সুরতে ১২টির মধ্যে সাতটি আসন জিতছে আপ, মোদীর ঘরে হারের ভয়ে কাঁপছে বিজেপি, দাবি কেজরীবালের

আপ প্রধান অরবিন্দ কেজরীবালের দাবি, তাঁদের অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা গিয়েছে সুরতে ১২টি আসনের মধ্যে সাতটি আসনেই জিততে চলেছেন আপ প্রার্থীরা। তাই হারের ভয়ে কাঁপছে বিজেপি।

Advertisement
সংবাদ সংস্থা
রাজকোট শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৬
গুজরাতে জয়ের ব্যাপারে আশাবাদী আপ প্রধান অরবিন্দ কেজরীবাল।

গুজরাতে জয়ের ব্যাপারে আশাবাদী আপ প্রধান অরবিন্দ কেজরীবাল। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘরের মাঠে হারের ভয়ে থরহরি কম্পমান বিজেপি। বললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরীবাল। আপের অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে, সুরতে ১২টির মধ্যে সাতটি আসনেই জিততে চলেছেন তাদের প্রার্থীরা। এমনটাই দাবি কেজরীবালের।

এ বছরের শেষে গুজরাতে বিধানসভা ভোট। প্রায় আড়াই দশকের বিজেপি শাসন শেষ করতে বদ্ধপরিকর কেজরীবালের দল। তাকেই পাখির চোখ করে মরিয়া প্রচার শুরু করেছে আপ। এই পরিস্থিতিতে সরাসরি বিজেপিকে তোপ দেগে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গুজরাতের ছ’কোটি মানুষ যখন জানতে পেরেছেন মনোজ সোরাথিয়ার উপর নৃশংস হামলার কথা, তাঁরা খুব রেগে আছেন। ওরা ভগবানের সামনে মনোজের মাথা ফাটিয়ে দিল। এটা আমাদের দেশের সংস্কৃতি নয়। এটা হিন্দু সংস্কৃতিও নয়। সর্বোপরি, এটা গুজরাতের সংস্কৃতির পরিপন্থী।’’

Advertisement

প্রসঙ্গত, গুজরাতে আপের এক কর্মীকে সুরতের গণেশ পুজোর মণ্ডপে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেই পুজো মণ্ডপেই শনিবার সন্ধ্যায় আরতি করবেন কেজরীবাল। এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘‘এই ধরনের আক্রমণ একটা জিনিসই প্রমাণ করে, তা হল, বিজেপি হারছে। হারের ভয়ের বিজেপির থরহরি কম্পমান। আমি তাদের বলতে চাই, এত দিন আপনারা কংগ্রেসকে দেখেছেন। আমরা কিন্তু কংগ্রেস নই। আমাদের বিশ্বাস সর্দার পটেল ও ভগৎ সিংহের উপর। আমরা ভয় পাই না। লড়াইয়ের জন্য তৈরি থাকুন।’’

মনোজের নিগ্রহের ঘটনাটিকে তুলে ধরে কেজরীবাল দাবি করেন, গুজরাতের মানুষ বিজেপির গুন্ডামি দেখে অত্যন্ত ক্ষুব্ধ। তাঁরা জবাব দেওয়ার জন্য অপেক্ষা করছেন। ভোটবাক্সে সমস্ত জবাব নথিভুক্ত হবে। বিজেপি গুজরাতের সংবাদমাধ্যমকে আপের খবর দেখাতে নিষেধ করে দিয়েছে বলে অভিযোগ কেজরীবালের। বিজেপি কর্মীদের উদ্দেশে কেজরীবাল বলেন, ‘‘অনেক ভাল মানুষ বিজেপিতে আছেন। তাঁদের বলছি, আপনারা এত দিনে কী পেয়েছেন? হাসপাতাল বা স্কুল পেয়েছেন? আপনারা ওই দলেই থাকুন, কিন্তু আমাদের হয়ে কাজ করুন।’’

প্রসঙ্গত, গুজরাতে গত ২৪ বছর ধরে বিজেপির শাসন। দীর্ঘ দিন সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এ বার হিসাব পাল্টাতে বদ্ধপরিকর আপ। কেজরীবালদের দাবি, বছরের শেষে গুজরাত ভোটেই ক্ষমতায় আসবে আপ। তাই ভয়ে দিশেহারা হয়ে গুন্ডামির আশ্রয় নিচ্ছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement