— ছবি সংগৃহীত
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বন্ধ হয়ে থাকা বর্ধিত মহার্ঘ ভাতা ফের চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে ২৮ শতাংশ করার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে এবং তা কার্যকর হবে ১ জুলাই থেকে।
বর্তমানে ১৭ শতাংশ মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত বছর জানুয়ারি মাসে তা ৪ শতাংশ, জুনে ৩ শতাংশ এবং চলতি বছরের জানুয়ারিতে আরও ৪ শতাংশ বাড়ানো হলেও বর্ধিত অঙ্ক পাচ্ছিলেন না কর্মীরা। কারণ কোভিড পরিস্থিতিতে সাময়িক ভাবে বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা জুলাই থেকে সব মিলিয়ে ২৮ শতাংশ (১৭+৪+৩+৪) মহার্ঘ ভাতা পাবেন।
সব মিলিয়ে ৫২ লক্ষ কর্মচারী এবং পেনশনভাগী উপকৃত হবেন কেন্দ্রের এই সিদ্ধান্তে।