রেখা গুপ্ত। —ফাইল চিত্র।
দীর্ঘ আড়াই দশক পরে বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি সরকার গড়ছে। রামলীলা ময়দানে উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) ভিকে সাক্সেনার কাছে শপথ নেবেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। তাঁর সঙ্গে বিজেপির কোন বিধায়কেরা মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
এ বারের বিধানসভা ভোটে নয়াদিল্লি আসনে আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে হারানো জাঠ নেতা প্রবেশ বর্মা এবং জনকপুরীর বিধায়ক, ‘অমিত শাহের ঘনিষ্ঠ’ আশীষ সুদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল বলে বিজেপির একটি সূত্রের খবর। প্রভাবশালী শিখ নেতা, রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর সিংহ সিরসা, বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা তথা রোহিণীর তিন বারের বিধায়ক বিজেন্দ্র গুপ্তও মন্ত্রী হতে পারেন।
অন্য বিধায়কদের মধ্যে আলোচনায় রয়েছে দিল্লির বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায় (মালব্যনগর), প্রাক্তন আপ মন্ত্রী কপিল মিশ্র (কারাওয়াল নগর), পঙ্কজ কুমার সিংহ (বিকাশপুরী), রবীন্দ্র ইন্দ্ররাজ সিংহের (বাওয়ানা) নাম। দুপুর ১২টায় শপথ শুরু হওয়ার কথা, জানিয়েছেন দিল্লির মুখ্যসচিব। তবে বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ‘সময়’ মেনে ১২টা ৩৬-এ হবে মুখ্যমন্ত্রীর শপথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি থাকবেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। এ ছাড়া অন্তত ৩০ হাজার আমজনতার ভিড় হবে রামলীলায়। সহযোগী দলের দুই মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু ও বিহারের নীতীশ কুমারকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি। চন্দ্রবাবু বৃহস্পতির শপথে উপস্থিত থাকবেন বলে জানা গেলেও রাত পর্যন্ত যা খবর, তাতে দিল্লি আসছেন না নীতীশ।