বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকে। —নিজস্ব চিত্র।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাসনাগৃহ সংলগ্ন রাস্তায় তাণ্ডব বেপরোয়া গাড়ির। মত্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলেন ছাতিম গাছে। শনিবারের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন দুই পথচারী।
অভিযোগ, বেপরোয়া ভাবে একটি চার চাকার গাড়ি চালাচ্ছিলেন মত্ত চালক। গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্রেকের বদলে এক্সেলারেটর পা দিয়ে ফেলেছিলেন। তাতেই আরও বেড়ে যায় গাড়ির গতি। ওই রাস্তা দিয়ে তখন যাচ্ছিলেন দুই পড়ুয়া। কোনও রকমে সরে গিয়ে নিজেদের প্রাণ বাঁচান তাঁরা। এর পরে গাড়িটি উপাসনা গৃহ সংলগ্ন ছাতিম গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিনিকেতন থানার পুলিশ। আটক করা হয় চালক-সহ তাঁর বন্ধুকে। বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকেও।
স্থানীয় সূত্রে খবর, কলকাতা থেকে শান্তিনিকেতনে ঘুরতে আসা ওই চালক মত্ত অবস্থায় ছিলেন। চালক ও তাঁর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।