gurgaon

Haryana: প্রকাশ্য স্থানে নমাজের প্রতিবাদ ঘিরে অশান্তি, গুরুগ্রামে আটক ৩০ বিক্ষোভকারী

গত শুক্রবারেও গুরুগ্রামের ১২-এ এবং এবং ৪৭ নম্বর নমাজ ঘিরে অশান্তি হয়েছিল। সে কারণে এ বার ছিল কড়া পুলিশি ব্যবস্থা।

Advertisement
সংবাদ সংস্থা
গুরুগ্রাম শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৬:০৬
গুরুগ্রামে জমায়েত বিক্ষোভকারীদের।

গুরুগ্রামে জমায়েত বিক্ষোভকারীদের। ছবি: সংগৃহীত।

সকালে থেকেই শুরু হয়েছিল জমায়েত। ‘জয় শ্রীরাম’ স্লোগানের পাশাপাশি দাবি উঠেছিল প্রকাশ্য স্থানে শুক্রবারের নমাজ চলবে না!

গুরুগ্রামের ১২-এ সেক্টরে এই ঘটনার জেরে উত্তেজনা ছড়াল। নমাজে বাধা দেওয়ার অভিযোগে ৩০ জন বিক্ষোভকারীকে আটক করল হরিয়ানা পুলিশ। গুরুগ্রামের মহকুমা শাসক অনিতা চৌধুরী বলেছেন, ‘‘এলাকায় নমাজের জন্য ৩৭টি স্থান চিহ্নিত করা রয়েছে। সেখানে নমাজে বাধা দেওয়া হলে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। যাঁরা নমাজে যোগ দিতে আসবেন তাঁদের নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে।’’

Advertisement

গত শুক্রবারেও গুরুগ্রামের ১২-এ এবং এবং ৪৭ নম্বর নমাজ ঘিরে অশান্তি হয়েছিল। সে কারণে এ বার ছিল কড়া পুলিশি ব্যবস্থা। বিক্ষোভকারীদের দাবি, রাস্তা আটকে এমনকি প্রকাশ্য কোনও স্থানেই নমাজের আয়োজন করা যাবে না। কেবলমাত্র ধর্মস্থানে নমাজ পাঠ সীমাবদ্ধ রাখতে হবে। যদিও প্রশাসনের অনুমতি সাপেক্ষেই দীর্ঘ দিন ধরে গুরুগ্রামের ৩৭টি মুক্ত স্থানে শুক্রবারের নমাজের আয়োজন হয়ে আসছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement