Lottery Horoscope Prediction

মা লক্ষ্মী কোন রাশির জাতকের ঘরে অর্থপ্রাপ্তি নিয়ে আসবেন? লটারি কাটলে জিততে পারেন কারা?

লক্ষ্মীপুজোর সপ্তাহ অর্থাৎ ১৩ থেকে ১৯ অক্টোবর কোন কোন রাশির মানুষের লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১৫:৫৯

—প্রতীকী ছবি।

লটারির টিকিট কাটতে অনেকেই পছন্দ করেন। কেউ আবার লটারি কাটেন অর্থের প্রয়োজনে। কম সময়ে টাকা উপার্জন করার একটা সহজ মাধ্যম হচ্ছে লটারি। তবে এটি সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। লক্ষ্মীপুজোর সপ্তাহে অর্থাৎ ১৩ থেকে ১৯ অক্টোবর কোন কোন রাশির মানুষের লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।

Advertisement

মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে এই সপ্তাহে মধ্যম প্রকৃতির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাই ভেবেচিন্তে লটারির টিকিট কাটবেন।

বৃষ– সপ্তাহের শেষের দিকে বৃষ রাশির জাতক-জাতিকারা একবার লটারির চেষ্টা করে দেখতে পারেন।

মিথুন– মিথুন রাশির জন্য এই সপ্তাহে সামান্য অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। লটারি জেতার সুযোগও আসতে পারে।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে লটারির টিকিট কেটে দেখতে পারেন, তবে সপ্তাহের শেষে একেবারেই লটারির দিকে না যাবেন না।

সিংহ– অর্থের দিকে সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভাল না।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকারা খুব বেশি অঙ্কের লটারি এই সপ্তাহে কাটবেন না। অর্থপ্রাপ্তির বিশেষ কোনও যোগ নেই।

তুলা– এই সপ্তাহে তুলা রাশির জন্য খুব ভাল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারিতে কোনও শুভ যোগ নেই।

ধনু– গোটা সপ্তাহটা ধনু রাশির জন্য মধ্যম প্রকৃতির. একবার লটারি কেটে দেখতে পারেন।

মকর– মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা খুব ভাল, কিন্তু মধ্য ভাগের পরে খুব একটা অর্থপ্রাপ্তি হবে না।

কুম্ভ– এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক-জাতিকারা কম অঙ্কের লটারি কাটতে পারেন, খুব বেশি অঙ্কের লটারি কাটবেন না।

মীন– মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Advertisement
আরও পড়ুন