Astrological Prediction

পুজোর আগে কোন কোন রাশির জাতকদের সংসারে নেমে আসবে ঘোর অশান্তি? আগেই সতর্ক হন

দাম্পত্য সুখ সকলের ভাগ্যে জোটে না। পুজোর আগে গৃহে অশান্তি একদমই কাম্য নয়। তাই আগে থেকেই সতর্ক হওয়া ভাল।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১৪:৫০
Which zodiac signs will face problems this October 2023.

—প্রতীকী ছবি।

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান কেতু এবং মঙ্গলের। মাসের প্রথম অর্ধে দাম্পত্য সুখের ক্ষেত্রে আশানুরূপ সুফল না পেলেও মাসের দ্বিতীয় অর্ধ শুভ।। প্রেম প্রীতির ক্ষেত্রেও মাসের শেষ অর্ধ অধিক শুভ।

Advertisement

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক শনির সহিত। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের শেষ অর্ধের পর ফলের পরিবর্তন ঘটবে।

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সহিত ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক, দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে। প্রেম প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধ অধিক শুভ।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান , মঙ্গলের সহিত দৃষ্টি সম্পর্ক। মত বিরোধ, মাথা গরম, হঠকারিতা ইত্যাদি দাম্পত্য সুখে সমস্যা সৃষ্টি করবে। প্রেম প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান , দৃষ্টি সম্পর্ক শুক্রের সহিত। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ প্রেম প্রীতির ক্ষেত্র।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির বক্র গতিতে অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। বিশেষ শুভ মাসের শেষ অর্ধ। প্রেম প্রীতির ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান বৃহস্পতির এবং রাহুর, দৃষ্টি সম্পর্ক কেতু এবং মঙ্গলের সহিত। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেম প্রীতির ক্ষেত্র শুভ।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির অবস্থান এবং দৃষ্টি সম্পর্ক অনুযায়ী মাসের প্রথম অর্ধে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম প্রীতির ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেম প্রীতির ক্ষেত্র শুভ।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেম প্রীতির ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান শুক্রের , দৃষ্টি সম্পর্ক রাহু, বৃহস্পতি এবং শনির সহিত। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। বিশেষ শুভ মাসের শেষ সপ্তাহে। প্রেম প্রীতির ক্ষেত্র শুভ।

মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান , দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেম প্রীতির ক্ষেত্রেও শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

Advertisement
আরও পড়ুন