Astrological Tips

জন্মছকে ফাঁড়ার যোগ থাকলেও ভয় পাবেন না, সাতটি পদ্ধতিতে রয়েছে মুক্তির উপায়

ভারতীয় জ্যোতিষ মতে অর্থাৎ জন্মছকে কেতুগ্রহের দশা-অন্তর্দশা দেখে ফাঁড়া বলা সম্ভব হয়। মঙ্গল এবং কেতুর অবস্থান থেকে দুর্ঘটনায় মৃত্যু আছে কি না তাও বলা যায়।

Advertisement
 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ২০:১১

—প্রতীকী ছবি।

মানুষের জন্ম, মৃত্যু ও বিয়ে— কথায় বলে এই তিনটি ঘটনা ঈশ্বরের উপর নির্ভর করে। সঠিক সময় বা কখন, কোথায়, কী ঘটবে, তা সব কিছুই ঈশ্বর নির্দিষ্ট অর্থাৎ পূর্ব জন্মের কর্মফলের সঙ্গে সম্পৃক্ত। মানুষের জন্ম ও বিবাহ কিয়দংশে নিয়ন্ত্রণ এ যুগে সম্ভব হলেও, মৃত্যু কী ভাবে, কখন, কোথায় হবে তা বলা অত্যন্ত কঠিন।

Advertisement

যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় হল মৃত্যুতুল্য ব্যাধি অথবা মৃত্যুর সম্ভবনা অর্থাৎ যাকে আমরা বলি ফাঁড়া। আবার মৃত্যুর দরজা থেকে ফিরে আসাও বলতে পারি।

ভারতীয় জ্যোতিষ মতে অর্থাৎ জন্মছকে কেতুগ্রহের দশা-অন্তর্দশা দেখে ফাঁড়া বলা সম্ভব হয়। মঙ্গল এবং কেতুর অবস্থান থেকে দুর্ঘটনায় মৃত্যু আছে কি না তাও বলা যায়। যে কোনও ফাঁড়াই আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে, ফাঁড়া অনেক রকম ভাবে হতে পারে যেমন— দুর্ঘটনার ফলে ফাঁড়া, কারও ষড়যন্ত্রের শিকারে ফাঁড়া, হঠাৎ বড় কোনও রোগে ফাঁড়া, তীর্থে গিয়ে ফাঁড়া, ইত্যাদি নানান রকম দিক থেকে ফাঁড়া আসতে পারে।

ফাঁড়া বা মৃত্যু যোগ থেকে রক্ষা পাওয়ার কতগুলি উপায়

১) প্রথমেই বলব ভারতীয় মত অনুযায়ী মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন।

২) প্রত্যেক মঙ্গল ও শনিবার হনুমানজীকে লাড্ডু ও মেটে সিঁদুর দিয়ে আয়ু ও দীর্ঘ জীবন পার্থনা করুন।

৩) বাড়িতে বাস্তু দোষ আছে কি না তা জেনে নিন। থাকলে তার খুব দ্রুত প্রতিকার করুন।

৪) কেতু, মঙ্গল ও রাহু যদি খারাপ থাকে তাহলে সময় থাকতে প্রতিকার করান, একদম দেরি করবেন না।

৫) সন্তানের ফাঁড়া থাকলে মা বাবা, স্বামীর ফাঁড়া থাকলে স্ত্রী কায়মনোবাক্যে এবং বিধিমতে শিবের পূজা করুন।

৬) বাড়িতে অশুভ শক্তি আটকাতে, বাড়ির প্রবেশ দ্বারের ওপর হনুমানজীর মূর্তি স্থাপন করুন।

৭) স্নানের সময় নাভিতে ও বুড়ো আঙুলের নখে অবশ্যই সর্ষের তেল লাগান। তাতে অকাল মৃত্যুর সম্ভবনা দূর হয়।

Advertisement
আরও পড়ুন