Net Worth Of Bigg Boss 18 Contestants

কারও ২৩৭ কোটি তো কারও মাত্র দু’কোটি! সম্পত্তির নিরিখে ‘বিগ বস্’-এর কোন প্রতিযোগী এগিয়ে?

বড় পর্দায় নায়িকা থেকে ‘বিগ বস্‌’-এ অংশগ্রহণ করেছেন ছোট পর্দার খ্যাতনামী অভিনেতারাও। তবে সম্পত্তির দিক থেকে কে এগিয়ে রয়েছেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১০:১৬
০১ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

টেলিভিশনের পর্দায় সর্বাধিক চর্চিত এবং জনপ্রিয় শো হল ‘বিগ বস্’। সেই রিয়্যালিটি শোয়ের অষ্টাদশ সিজ়ন চলছে। তা নিয়েই মেতে রয়েছেন দর্শকের অধিকাংশ। বড় পর্দার নায়িকা থেকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ছোট পর্দার খ্যাতনামী অভিনেতারাও। এঁদের মধ্যে সম্পত্তির দিক থেকে কে এগিয়ে রয়েছেন?

০২ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

দক্ষিণী ফিল্মজগতে পা রেখে কেরিয়ার শুরু করেন শ্রুতিকা অর্জুন। তামিল এবং মালয়ালম ছবিতে অভিনয় করেন তিনি। দু’বছর পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন শ্রুতিকা।

০৩ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

দক্ষিণের একাধিক রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন শ্রুতিকা। একাধিক শোয়ের সঞ্চালনার দায়িত্বেও দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
০৪ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

বর্তমানে ‘বিগ বস্ ১৮’-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন শ্রুতিকা। জানা গিয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ পাঁচ থেকে সাত কোটি টাকা।

০৫ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

২০১৫ সালে ‘ইশক কা রং সফেদ’ নামের হিন্দি ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পান ইশা সিংহ। ছোট পর্দার মাধ্যমেই কেরিয়ার শুরু করেন তিনি।

Advertisement
০৬ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

ইশার কেরিয়ারের ঝুলিতে ‘ইশক সুভান আল্লাহ’, ‘এক থা রাজা, এক থি রানি’র মতো একাধিক হিন্দি ধারাবাহিক রয়েছে। ‘বিগ বস্ ১৮’-এর প্রতিযোগী ইশার মোট সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা।

০৭ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

২০১৭ সালে ‘শেঠজি’ ধারাবাহিকে বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন অবিনাশ মিশ্র। তার পর ‘ইশকবাজ’, ‘ইয়ে তেরি গলিয়াঁ ’, ‘ইয়ে রিশতে হ্যায় প্যার কে’, ‘তিতলি’, ‘মিঠা খট্টা প্যার হমারা’র মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন অবিনাশ।

Advertisement
০৮ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

‘বিগ বস্ ১৮’ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের মধ্যে অন্যতম অবিনাশ। সূত্রের খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণও সাত কোটি টাকা।

০৯ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

২০১৬ সালে সম্প্রচারিত ‘পবিত্র বন্ধন’ নামের হিন্দি ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় কেরিয়ার শুরু করেন চাহত পাণ্ডে। তার পর ‘হমারি বহু সিল্ক’, ‘দুর্গা মাতা কি ছায়া’ নামের একাধিক ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি গড়ে তোলেন তিনি।

১০ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

‘বিগ বস্’-এর ১৮তম সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন চাহত। তবে সম্পত্তির অঙ্কে অন্যান্য প্রতিযোগীর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছেন চাহত। অধিকাংশের দাবি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ দু’কোটি টাকা।

১১ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

পেশায় সমাজমাধ্যম প্রভাবী রজত দলাল। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় ২০ লক্ষের বেশি অনুগামী রয়েছে তাঁর। সমাজমাধ্যম ছাড়াও নানা ধরনের ব্যবসায় বিনিয়োগ করেছেন রজত।

১২ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

‘বিগ বস্ ১৮’ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী রজতের সম্পত্তির পরিমাণ তাকলাগানো। জানা যায়, নেটপ্রভাবীর মোট ১৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

১৩ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

‘পবিত্র রিশতা’, ‘বাতেঁ কুছ অনকহি সি’, ‘উওহ তো হ্যায় আলবেলা’র মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি তৈরি করেছেন কর্ণবীর মেহরা। অভিনয় করেছেন ‘ইট’স নট দ্যাট সিম্পল’, ‘পয়জ়ন ২’ নামের ওয়েব সিরিজ়েও।

১৪ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কি খিলাড়ি ১৪’ নামের অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন কর্ণবীর। ছোট পর্দার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

১৫ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

‘রাগিণী এমএমএস ২’, ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘লভ স্টোরি ২০৫০’র মতো একাধিক হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন কর্ণবীর। সূত্রের খবর, ‘বিগ বস্ ১৮’-এর প্রতিযোগীদের মধ্যে সম্পত্তির দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ১২ থেকে ১৫ কোটি টাকা।

১৬ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

২০০৮ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করলেও ‘প্যার কি এক কহানি’ নামের এক হিন্দি ধারাবাহিকে ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ভিভিয়ান ডি’সেনা। তার পর ‘মধুবালা’, ‘সির্ফ তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন ভিভিয়ান। একাধিক রিয়্যালিটি শোয়ে অতিথিশিল্পী হয়েও এসেছেন তিনি।

১৭ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

প্রায় এক দশক টেলি অভিনেতা হিসাবে জীবন কাটিয়ে ফেলেছেন ভিভিয়ান। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি বহু বিজ্ঞাপনী প্রচারের মাধ্যমেও উপার্জন করেন তিনি। ‘বিগ বস্ ১৮’-এর প্রতিযোগীদের মধ্যে প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেছেন অভিনেতা। সূত্রের খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকা।

১৮ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

নব্বইয়ের দশকে সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন শিল্পা শিরোদকর। ‘খুদা গাওয়াহ’, ‘গোপি কিষণ’, ‘আঁখে’, ‘বেওয়াফা সনম’-এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন শিল্পা। তার পর দীর্ঘ ১৩ বছরের বিরতি।

১৯ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

বিয়ের পর লন্ডন গিয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শিল্পা। দীর্ঘ বিরতির পর আবার মুম্বই ফিরে যান তিনি। শিল্পাকে দেখা গিয়েছে ছোট পর্দায়ও। ‘এক মুট্‌ঠি আসমান’, ‘সিলসিলা প্যার কা’ নামের হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছে শিল্পার অভিনয়।

২০ ২০
From Vivian Dsena to Shilpa Shirodkar, know the amount of property of Bigg Boss 18 contestants

‘বিগ বস্ ১৮’ রিয়্যালিটি শোয়ে যত জন প্রতিযোগী রয়েছেন, সম্পত্তির নিরিখে বিচার করলে সেই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে শিল্পার। সূত্রের খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৩৭ কোটি টাকা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি