কোন রঙের গাড়ি কিনবেন? ছবি- সংগৃহীত
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের যে কোনও কাজ করার সময়ে বা কিছু কেনার সময়ে বিশেষ উপায় মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়। কারণ, এর ফলে আমাদের সব কাজ নির্বিঘ্নে সফল হয়। গাড়ি কেনার সময়েও একই পথ অবলম্বন করলে কোনও দুর্ঘটনা বা কোনও বিপদের আশঙ্কা অনেক কমে যায়। রাশি মিলিয়ে গাড়ির রং বেছে নেওয়া উচিত এবং কোন দেবতার ছবি রাখবেন, তা-ও জেনে নেও দরকার।
মেষ
মেষ রাশির লাল, নীল, হলুদ এবং কমলা রঙের গাড়ি কেনা উপযুক্ত। গাড়িতে হনুমানজির ছবি রাখতে পারেন।
বৃষ
বৃষ রাশির সাদা বা সবুজ রঙের গাড়ি উপযুক্ত। তবে কালো গাড়ি একেবারেই কেনা যাবে না। গাড়িতে মহাদেবের ছবি রাখতে পারেন।
মিথুন
মিথুন রাশির জন্য ক্রিম, সবুজ, ধূসর এবং লাল রঙের গাড়ি উপযুক্ত। গাড়িতে সিদ্ধিদাতা গণেশের ছবি রাখতে পারেন।
কর্কট
কর্কট রাশির জন্য লাল, সাদা বা হলুদ রঙের গাড়ি উপযুক্ত। গাড়িতে হনুমানজির ছবি রাখতে পারেন।
সিংহ
সিংহ রাশির জন্য গাড়ির উপযুক্ত রং ধূসর, সাদা, লাল এবং কমলা। গাড়িতে গায়ত্রী মন্ত্র লেখা ছবি রাখতে পারেন।
কন্যা
কন্যা রাশির জন্য সবুজ, ধূসর, নীল ও সাদা রঙের গাড়ি উপযুক্ত। গাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখলে শুভ হবে।
তুলা
তুলা রাশির জন্য নীল, কালো এবং সবুজ রং উপযুক্ত। গাড়িতে অবশ্যই স্বস্তিক চিহ্ন রাখতে হবে।
বৃশ্চিক
বৃশ্চিক রাশি জন্য কমলা, লাল, হলুদ এবং সাদা রং উপযুক্ত। গাড়িতে শিবের ছবি রাখতে পারেন।
ধনু
ধনু রাশি জন্য রুপোলি, হলুদ, কমলা এবং ব্রোঞ্জ রং উপযুক্ত। গাড়িতে হনুমানজির ছবি রাখতে হবে।
মকর
মকর রাশির জন্য সাদা, ধূসর, সবুজ এবং হলুদ রং উপযুক্ত। গাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখবেন।
কুম্ভ
কুম্ভ রাশির জন্য ধূসর, সাদা এবং নীল রং উপযুক্ত। গাড়িতে হনুমানজির ছবি রাখতে হবে।
মীন
মীন রাশির উপযুক্ত রং সাদা, সোনালি, লাল, কমলা এবং ব্রোঞ্জ। গাড়িতে হনুমানজির ছবি রাখতে পারেন।