Rakhi

Rakhi: রাখির দিন কোন টোটকা পালন করলে ভাইয়ের উন্নতি হবে? জানাচ্ছে জ্যোতিষ

বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে কয়েকটি কাজ যদি করতে পারেন, তা হলে ভাইয়ের জীবনে সাফল্য আসতে সময় লাগে না।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ০৯:২৭
এ দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

এ দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। ছবি- সংগৃহীত

১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার রাখি পূর্ণিমা। উৎসব পালিত হবে। এটি একটি অতি পবিত্র দিন। এ দিন সংসারের মঙ্গলের জন্য নানা টোটকার কথা বলা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। এ ছাড়া, এ দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। ভাই-বোনের মধ্যে যেমন থাকে খুনসুটি, ঠিক তেমনই তাঁদের মধ্যে থাকে এক পবিত্র ভালবাসার বন্ধন। তা হয়তো আর কোনও সম্পর্কের মধ্যে দেখা যায় না। এ দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে এই কাজগুলি যদি করতে পারেন, তা হলে ভাইয়ের জীবনে সাফল্য আসতে সময় লাগে না।

Advertisement

টোটকা—

১) সংসারের মঙ্গলের জন্য এ দিন বাড়িতে লক্ষ্মী দেবী ও শ্রীবিষ্ণুর পুজো করুন। লক্ষ্মী দেবীর সামনে একটি গোটা নিখুঁত নারকেল রাখুন, তার পর একটি ঘিয়ের প্রদীপের নীচে কয়েকটি আতপ চাল দিয়ে প্রদীপটি জ্বালুন। ধূপ জ্বালিয়ে বিধি মতো পুজো করুন। তার পর সন্ধ্যাবেলা নারকেলটি নিয়ে যে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন।

২) এ দিন সকালবেলা স্নান সেরে পিতৃ পুরুষের উদ্দেশ্যে কালো তিল জলে ভাসিয়ে দিন। এর ফলে পিতৃ পুরুষরা তাঁদের কৃপা সর্বদা বর্ষাবেন।

৩) বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে শ্রীকৃষ্ণকে একটি রাখি পরান।

৪) ভাইকে যে রাখি বাঁধা হবে সেই রাখিটা অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর চরণ স্পর্শ করিয়ে নিন। তার পর রাখি বাঁধুন।

৫) রাখির সুতোর রং যেন কালো না হয়। লাল, হলুদ এবং সাদা রঙের সুতোর রাখি খুবই শুভ হয়।

৬) রাখি বাঁধার সময়ে যেন ভাইয়ের মুখ থাকে উত্তর বা পূর্ব দিকে।

৭) যে রাখি বাঁধা হবে, সেই রাখি যেন একেবারে নিখুঁত হয়। অর্থাৎ, ছেঁড়া বা ভাঙা যেন না হয়।

৮) এ দিন যদি সম্ভব হয়, তা হলে নিজের সাধ্য মতো গরিব-দুঃখীদের কিছু অন্ন এবং অর্থ দান করুন।

Advertisement
আরও পড়ুন