Astrological Tips

হাতের কোন স্থানে কালো তিল বা দাগ থাকলে কি ফল হয়? কী বলে জ্যোতিষশাস্ত্র?

গ্রহের অবস্থান অনুযায়ী তিল বা দাগ কোন স্থানে রয়েছে, তার ভিত্তিতে ফলাফল বিচার করা যায়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ১৪:২১
হাতের তিল কী বলে?

হাতের তিল কী বলে? প্রতীকী ছবি।

অনেকের হাতে কালো দাগ বা তিল থাকে। এই ধরনের দাগ বা তিল থাকলে বিশেষ কিছু লক্ষণ প্রকাশ পায়। গ্রহের অবস্থান অনুযায়ী তিল বা দাগ কোন স্থানে রয়েছে, তার ভিত্তিতে ফলাফল বিচার করা যায়।

হাতের স্থান অনুযায়ী তিল বা দাগ কী ফল দেয়?

Advertisement

১) শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারণা বোঝায়।

২) বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকলে তা মান-সন্মান ও উন্নতি ব্যাহত করে।

৩) শিরোরেখায় থাকলে শোক ও মানসিক অশান্তি বোঝায়।

৪) হৃদয়রেখায় থাকলে তা হৃদয়ের দুর্বলতা ও বয়সে হৃদরোগ বোঝায়।

৫) রবিরেখায় তিল থাকলে তা সুনাম হানি বোঝায়। স্বাস্থ্যরেখায় থাকলে জ্বর বা যকৃত রোগ হয়। সন্তানরেখায় তিল থাকলে বোঝায় সন্তানহানি, বিবাহরেখায় তিল থাকলে পতি-পত্নীর মধ্যে অমিল বা বিবাহে বিলম্ব বোঝায়।

৬) রাহুর ক্ষেত্রে তিল থাকলে, আকস্মিক মৃত্যু ও মঙ্গলের ক্ষেত্রে থাকলে মোকদ্দমা ও ভু-সম্পত্তি সূচনা করে।

৭) বুধের ক্ষেত্রে তিল থাকলে তস্করের কবলে পড়ে ও প্রতারিত হয় এবং বুদ্ধিভ্রম ও ব্যবসায় ক্ষতি হবে।

৮) চন্দ্রের ক্ষেত্রে তিল থাকলে তা মানসিক অশান্তি বোঝায়।

৯) করতলের যেখানে কালো দাগ বা তিল চিহ্ন থাকে, তা সব সময়ে অশুভ সূচনা করে। আয়ুরেখায় এই চিহ্ন থাকলে তা হঠাৎ কঠিন রোগ বা শোক প্রকাশ করে।

১০) কালো দাগ বা তিল চিহ্ন যেখানে থাকে সেখানকার শুভ ফলের হানি করে।

Advertisement
আরও পড়ুন