Rudraksha

Rudraksha: কোন গ্রহের প্রতিকারে কী ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করা উচিত

জ্যোতিষশাস্ত্র মতে প্রধানত নয়টি গ্রহের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। বিভিন্ন গ্রহ শুভ প্রভাবে যেমন শুভফল দান করে, অশুভ প্রভাবে অশুভ ফলও দান করে। গ্রহের শুভ বা অশুভ ফল দান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৫ মে ২০২২ ০৮:৩৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

জ্যোতিষশাস্ত্র মতে প্রধানত নয়টি গ্রহের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। বিভিন্ন গ্রহ শুভ প্রভাবে যেমন শুভফল দান করে, অশুভ প্রভাবে অশুভ ফলও দান করে। গ্রহের শুভ বা অশুভ ফল দান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। অশুভ ফলদাতা গ্রহের অশুভত্ব নাশ বা হ্রাসের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রতিকার করা হয়। যেমন, বিভিন্ন প্রকার গ্রহরত্ন ধারণ, ধাতু ধারণ, গ্রহ-মূল ধারণ, বিভিন্ন প্রকার দান, মন্ত্র-তন্ত্র ইত্যাদি। এই প্রতিকারগুলি মধ্যে গ্রহের রত্ন ধারণ বহুল প্রচলিত। কিন্তু রত্ন ধারণ ব্যয়সাপেক্ষ। রত্নের বিকল্প হিসাবে গ্রহ-মূলও ধারণ করার প্রচলন আছে। রত্নের বিকল্প হিসাবে রুদ্রাক্ষ ধারণও খুবই ফলদায়ী হতে পারে, যদি সঠিক গ্রহের জন্য সঠিক রুদ্রাক্ষ ধারণ করা যায়।

কোন গ্রহের জন্য কোন রুদ্রাক্ষ সুফল দান করবে? কোন গ্রহরত্নের বিকল্পে কোন রুদ্রাক্ষ ধারণে সুফল প্রাপ্ত হবে? এই সব প্রশ্নের উত্তর নীচে দেওয়া হল।

Advertisement

রবির জন্য, চুনির বিকল্পে একমুখী রুদ্রাক্ষ।

চন্দ্রের জন্য, মুক্তার বিকল্পে দ্বিমুখী রুদ্রাক্ষ।

মঙ্গলের জন্য, লাল প্রবালের বিকল্পে ত্রিমুখী রুদ্রাক্ষ।

বুধের জন্য, পান্নার বিকল্পে চারমুখী রুদ্রাক্ষ।

বৃহস্পতির জন্য, পোখরাজের বিকল্পে পাঁচমুখী রুদ্রাক্ষ।

শুক্রের জন্য, হিরের বিকল্পে ছয়মুখী রুদ্রাক্ষ।

শনির জন্য, নীলার বিকল্পে সাতমুখী রুদ্রাক্ষ।

রাহুর জন্য, গোমেদের বিকল্পে আটমুখী রুদ্রাক্ষ।

কেতুর জন্য, ক্যাটস আই-এর বিকল্পে নয়মুখী রুদ্রাক্ষ।

রুদ্রাক্ষ ধারণের সময় অবশ্যই লক্ষ রাখতে হবে, তা যেন আসল ও নিখুঁত হয় এবং তার গুণগত মান যেন ভাল হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement