Janmashtami 2024

আগামী সপ্তাহ শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিয়ে, তিথি কখন শুরু, কখন শেষ?

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আসেন। এই পূণ্য তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে শ্রীবিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৪ ১০:৩২
Time and date of janmashtami 2024 article

—প্রতীকী ছবি।

যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই পালনকর্তা শ্রীবিষ্ণু বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে সাধুদের পরিত্রাণ করেন। তিনি দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। দ্বাপর যুগে শ্রীবিষ্ণুর অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার হিসাবে গণ্য করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আসেন। তাই এই তিথি খুবই পূণ্য। এই পূণ্য তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে শ্রীবিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। আগামী ২৬ অগস্ট, সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ৯ ভাদ্র, রবিবার।

ইংরেজি– ২৫ অগস্ট, রবিবার।

সময়– রাত ৩টে ৪১ মিনিট।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ১০ ভাদ্র, সোমবার।

ইংরেজি– ২৬ অগস্ট, সোমবার।

সময়– রাত ২টো ২০ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে–

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ৯ ভাদ্র, সোমবার।

ইংরেজি– ২৬ অগস্ট, সোমবার।

সময়– সকাল ৮টা ৩৫ মিনিট ২৩ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ১০ ভাদ্র, মঙ্গলবার।

ইংরেজি– ২৭ অগস্ট, মঙ্গলবার।

সময়– সকাল ৬টা ৪৭ মিনিট ৩২ সেকেন্ড।

Advertisement
আরও পড়ুন