Auspicious Days in Bhadra 2024

ভাদ্র মাসে কী কী বিশেষ পূজার দিন রয়েছে? কোন দিনগুলি উপবাস রাখার জন্য শুভ?

ভাদ্র মাসের কোন দিনগুলিতে উপবাস পালন করতে পারবেন? কোন দিনগুলো বিশেষ পূজা করার জন্য শুভ, জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৪ ০৭:৩১
Dates and time of  puja and fasting on Bengali month Bhadra 2024 article

—প্রতীকী ছবি।

ভাদ্র মাসের কোন দিনগুলিতে উপবাস পালন করতে পারবেন? কোন দিনগুলো বিশেষ পূজা করার জন্য শুভ, জেনে নিন।

Advertisement

ঝুলন পূর্ণিমা ও রাখিবন্ধন:

৩ ভাদ্র, ১৯ অগস্ট, সোমবার

পূর্ণিমা তিথি শুরু ২ ভাদ্র, ১৮ অগস্ট, রবিবার রাত ৩ টে ৬ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ ৩ ভাদ্র, ১৯ অগস্ট, সোমবার রাত ১১টা ৫৬ মিনিট।

নাগপঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা:

৮ ভাদ্র, ২৪ অগস্ট, শনিবার

পঞ্চমী তিথি শুরু, ৭ ভাদ্র, ২৩ অগস্ট, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিট।

পঞ্চমী তিথি শেষ, ৮ ভাদ্র, ২৪ অগস্ট, শনিবার সকাল ৭টা ৫২ মিনিট।

শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী:

১০ ভাদ্র, ২৬ অগস্ট, সোমবার

অষ্টমী তিথি শুরু ৯ ভাদ্র, ২৫ অগস্ট, রবিবার রাত ৩টে ৪১ মিনিট।

অষ্টমী তিথি শেষ ১০ ভাদ্র, ২৬ অগস্ট, সোমবার রাত ২টো ২০ মিনিট।

অজা একাদশী:

১৩ ভাদ্র, ২৯ অগস্ট, বৃহস্পতিবার

একাদশী তিথি শুরু ১২ ভাদ্র, ২৮ অগস্ট, বুধবার রাত ১টা ২১ মিনিট।

একাদশী তিথি শেষ ১৩ ভাদ্র, ২৯ অগস্ট, বৃহস্পতিবার রাত ১টা ৩৮ মিনিট।

অঘোর চতুর্দশী ব্রত:

১৬ ভাদ্র, ১ সেপ্টেম্বর, রবিবার

চতুর্দশী তিথি শুরু ১৫ ভাদ্র, ৩১ অগস্ট, শনিবার রাত ৩টে ৪২ মিনিট।

চতুর্দশী তিথি শেষ ১৬ ভাদ্র, ১ সেপ্টেম্বর, রবিবার শেষ রাত ৫টা ২২ মিনিট।

কৌশিয়ং (কৌশিকী) অমাবস্যা:

১৭ ভাদ্র, ২ সেপ্টেম্বর, সোমবার

অমাবস্যা তিথি শুরু ১৬ ভাদ্র, ১ সেপ্টেম্বর, রবিবার শেষ রাত ৫টা ২৩ মিনিট।

১৭ ভাদ্র, ২ সেপ্টেম্বর, সোমবার অমাবস্যা অহোরাত্র

অমাবস্যা তিথি শেষ ১৮ ভাদ্র, ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৭টা ২৬ মিনিট।

সৌভাগ্য চতুর্থী, বিনায়ক ব্রত ও শ্রী শ্রী গণেশ পূজা:

২২ ভাদ্র, ৭ সেপ্টেম্বর, শনিবার

চতুর্থী তিথি শুরু, ২১ ভাদ্র, ৬ সেপ্টেম্বর, শুক্রবার দিবা ৩টে ৩ মিনিট।

চতুর্থী তিথি শেষ, ২২ ভাদ্র, ৭ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৫টা ৩৮ মিনিট।

মন্থান ষষ্ঠী ও শ্রী শ্রী সূর্য পূজা:

২৪ ভাদ্র, ৯ সেপ্টেম্বর, সোমবার

ষষ্ঠী তিথি শুরু ২৩ ভাদ্র, ৮ সেপ্টেম্বর, রবিবার রাত ৮টা।

ষষ্ঠী তিথি শেষ ২৪ ভাদ্র, ৯ সেপ্টেম্বর, সোমবার রাত ৯টা ৫৪ মিনিট।

শ্রী শ্রী রাধাষ্টমী ও দূর্বাষ্টমী ব্রত:

২৬ ভাদ্র, ১১ সেপ্টেম্বর, বুধবার

অষ্টমী তিথি শুরু, ২৫ ভাদ্র, ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ১১টা ১৪ মিনিট।

অষ্টমী তিথি শেষ, ২৬ ভাদ্র, ১১ সেপ্টেম্বর, বুধবার রাত ১১টা ৪৭ মিনিট।

পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী :

২৯ ভাদ্র, ১৪ সেপ্টেম্বর, শনিবার

একাদশী তিথি শুরু ২৮ ভাদ্র, ১৩ সেপ্টেম্বর, শুক্রবার রাত ১০টা ৩২ মিনিট।

একাদশী তিথি শেষ ২৯ ভাদ্র, ১৪ সেপ্টেম্বর, শনিবার রাত ৮টা ৪২ মিনিট।

অরন্ধন ও বিশ্বকর্মা পূজা:

৩১ ভাদ্র, ১৬ সেপ্টেম্বর, সোমবার

Advertisement
আরও পড়ুন