Jhulan Yatra 2024

শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা কবে শুরু, কবে শেষ? দেখে নিন

বিভিন্ন স্থানে, বিভিন্ন রীতিতে ঝুলন পালিত হয়। ভক্তিমূলক গান, নাচ এই উৎসবের বিশেষ অঙ্গ। ঝুলনযাত্রা একাদশী তিথিতে শুরু হয়ে পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ০৭:১০
Starting and ending dates of Jhulan Yatra 2024

—প্রতীকী ছবি।

ঝুলনযাত্রা হল রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব। হিন্দু ধর্মের, বিশেষত বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে ঝুলন একটি গুরুত্বপূর্ণ উৎসব। কথিত আছে, দ্বাপর যুগে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয়েছিল। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর-সহ দেশের বিভিন্ন স্থানে, এমনকি দেশের বাইরেও এই উৎসব সাড়ম্বরে পালন করা হয়। বিভিন্ন স্থানে, বিভিন্ন রীতিতে ঝুলন পালিত হয়। ভক্তিমূলক গান, নাচ এই উৎসবের বিশেষ অঙ্গ। ঝুলনযাত্রা একাদশী তিথিতে শুরু হয়ে পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে –

একাদশী তিথি আরম্ভ –

বাংলা– ৩০ শ্রাবণ, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৫ অগস্ট, বৃহস্পতিবার।

সময়– সকাল ১০টা ২৮ মিনিট।

একাদশী তিথি শেষ –

বাংলা– ৩১ শ্রাবণ, শুক্রবার।

ইংরেজি– ১৬ অগস্ট, শুক্রবার।

সময়– সকাল ৯টা ৪০ মিনিট।

শ্রী শ্রী কৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে –

একাদশী তিথি আরম্ভ –

বাংলা– ৩০ শ্রাবণ, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৫ অগস্ট, বৃহস্পতিবার।

সময়– সকাল ৬টা ১১ মিনিট ৫৯ সেকেন্ড।

শ্রীশ্রী কৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রা আরম্ভ।

একাদশী তিথি শেষ –

বাংলা– ৩১ শ্রাবণ, শুক্রবার।

ইংরেজি– ১৬ অগস্ট, শুক্রবার।

সময়– সকাল ৬ টা ৩ মিনিট ৩১ সেকেন্ড।

সকাল ৬টা ৩ মিনিট ৩১ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী কৃষ্ণের গন্ধর্বানুষ্ঠিত ঝুলনযাত্রা আরম্ভ।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে-

পূর্ণিমা তিথি আরম্ভ

বাংলা– ২ ভাদ্র, রবিবার

ইংরেজি- ১৮ অগস্ট, রবিবার

সময় রাত ৩টে ৬ মিনিট। (সোমবার ভোররাত)

পূর্ণিমা তিথি শেষ

বাংলা– ৩ ভাদ্র, সোমবার

ইংরেজি ১৯ অগস্ট, সোমবার

সময় রাত ১১ টা ৫৬ মিনিট।

শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপন।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

পূর্ণিমা তিথি আরম্ভ

বাংলা– ১ ভাদ্র, রবিবার

ইংরেজি ১৮ অগস্ট, রবিবার

সময় রাত ২টো ৩৫ মিনিট ২৭ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ

বাংলা– ২ ভাদ্র, সোমবার

ইংরেজি ১৯ অগস্ট, সোমবার

সময় রাত ১২টা ৪২ মিনিট ৪৪ সেকেন্ড।

শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপন।

Advertisement
আরও পড়ুন