Astrological Tips

অর্থকষ্ট কিছুতেই পিছু ছাড়ছে না? কয়েকটি সহজ টোটকা মেনে চললেই অর্থাভাব কেটে যাবে

এমন কিছু নিয়ম রয়েছে, যা করলে বাড়িতে প্রচুর অর্থের আমদানি হওয়া সম্ভব। এই নিয়মগুলো সঠিকভাবে পালন করলে ভাগ্যের হাল ফিরবে সহজেই।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৭:২২
Astrological tips to get more money

—প্রতীকী ছবি।

নিজের ভাগ্যের হাল ফেরাতে আমরা অনেকেই অনেক কিছু করে থাকি। এমন কিছু নিয়ম রয়েছে যা করলে বাড়িতে প্রচুর অর্থের আমদানি হওয়া সম্ভব। এই নিয়মগুলো সঠিকভাবে পালন করলে ভাগ্যের হাল ফিরবে সহজেই।

Advertisement

দেখে নিন নিয়মগুলো কী কী:

১) ঘরের পূর্ব দিকে একটি সূর্য যন্ত্রম স্থাপন করুন, এবং এই সূর্য যন্ত্রমটি অবশ্যই প্রতি দিন ধূপ-ধুনো দিয়ে পুজো করুন।

২) বাড়ির অর্থ রাখার জিনিস অর্থাৎ ক্যাসবাক্স বা যেখানে টাকা রাখা হয় সেটি ঘরের পূর্ব দিকে রাখুন।

৩) ক্যাশবাক্সের ভেতর এবং বাইরে হলুদ রঙ করুন।

৪) ক্যাশবাক্সটি এমন জায়গায় রাখুন, যাতে বাইরে থেকে আসা অতিথিরা সেটি না দেখতে পায়। এমনকি, বাড়ির সদস্যদেরও এই স্থানে যতটা সম্ভব কম যাওয়াই ভাল।

৫) ঘরের প্রধান দরজার মাথায় একটি বাঁশি রাখুন, এতে ঘরের সব অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তি প্রবেশ করবে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে। এ ছাড়া যাঁরা অর্থকষ্টে ভুগছেন তাঁরা ক্যাশবাক্সে ছোট বাঁশি রাখতে পারেন।

৬) ব্যবসার স্থানে বা অফিসকক্ষে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি অবশ্যই রাখবেন এবং তাতে প্রতি দিন ফুল, জল দিয়ে পুজো করবেন।

এই টোটকাগুলো সঠিক নিয়ম মেনে পালন করলে অবশ্যই শুভ ফল পাওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন