ধনু এ রাশির জাতকের পক্ষে এটি শুভাশুভ মিশ্রফল লাভের বছর। তার মধ্যে অশুভ অপেক্ষা শুভফলের আধিক্যই দেখা যাচ্ছে।
সারা বছরই কোনও না কোনও শারীরিক ক্লেশভোগ করতে হবে। উদরপীড়া (প্লীহা-যকৃৎ সংক্রান্ত ব্যাধি), মূত্রাশয় ও ফুসফুস সংক্রান্ত রোগ, শ্লেষ্মাধিক্য, শিরঃপীড়া প্রভৃতি শারীরিক ক্লেশের কারণ হবে। একাধিক বার আঘাতপ্রাপ্তিও অসম্ভব নয়। অর্থোপার্জন অনেক হবে। ব্যয়ও হবে বেশি, সুতরাং সঞ্চয় হবে অল্প। নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় করতে হতে পারে। তবে দারিদ্রের লক্ষণ নেই। কর্মে পদোন্নতি ও বিদেশ গমনের যোগ রয়েছে। ঔষধের ব্যবসায় ও ভূমি ক্রয়–বিক্রয়ের কাজে অধিক উন্নতিলাভের যোগ বিদ্যমান। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে সামান্য মনোমালিন্য হতে পারে, তবে তা বড় আকার ধারণ করবে না। হিতাকাঙ্ক্ষী একাধিক বন্ধু থাকলেও অধিক সংখ্যক বন্ধুর দ্বারাই অনিষ্টের আশঙ্কা প্রবল। পিতা-মাতার, বিশেষত মাতার শারীরিক অবস্থা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। লেখাপড়ায় ও পরীক্ষায় সাফল্যের আশা থাকলেও তেমন ভাল ফল হবে মনে হয় না। সন্তান-সন্ততির আচরণ মন্দ হবে না এবং তাদের বিদ্যাশিক্ষার ব্যাপারে আনন্দ লাভের যোগ রয়েছে। ধর্মাচরণে মন আকৃষ্ট হবে। সদ্গুরুলাভ ও তাঁর উপদেশে আধ্যাত্মিক উন্নতি লাভ সম্ভব। শত্রু সম্বন্ধে বিশেষ সতর্ক থাকা দরকার। শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা যথেষ্ট পরিমাণে রয়েছে। হঠকারী সিদ্ধান্তের ফলে ন্যায্য প্রাপ্তি থেকে যাতে বঞ্চিত হতে না হয়, সে দিকে দৃষ্টি রেখে ধীর ও শান্ত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে ফল ভাল হবে। এ বৎসর স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। গৃহনির্মাণ যোগও দেখা যাচ্ছে।