Puja

বাড়িতে নিত্যপুজো করার সময় যে অনিয়মগুলো করলে বিপদের আশঙ্কা, সতর্ক থাকাই ভাল

আমরা অজান্তেই ঠাকুরঘরে বা পুজো করার সময় এমন কিছু ভুল কাজ করে থাকি যে এর ফলে আমাদের ইষ্ট দেবতারা অসন্তুষ্ট হন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৪ ১৬:৪৯
Mistakes not to be done during daily Puja

—প্রতীকী ছবি।

আমরা প্রত্যেকেই বাড়িতে ঠাকুরের স্থান বিশেষ ভাবে রাখি। ঘরের যে কোনও একটি স্থান ঠাকুরের জন্য নির্ধারিত করা থাকে। সেই স্থানটি হয় গৃহের সব থেকে পবিত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। তবে আমরা অজান্তেই ঠাকুরঘরে বা পুজো করার সময় এমন কিছু ভুল কাজ করে থাকি যে এর ফলে আমাদের ইষ্ট দেবতারা অসন্তুষ্ট হন। যার ফলে গৃহে নেমে আসে অশান্তি, অভাব অনটন এবং অমঙ্গলের ছায়া।

Advertisement

দেখে নেওয়া যাক কোন ভুলগুলি ঠাকুরঘরে বা পুজো করার সময় করতে নেই—

১) আমরা অনেক সময় ঠাকুরের প্রসাদ বেশি করে এনে রাখি। কিন্তু প্রসাদ যেটুকু প্রয়োজন সেটুকুই আনা উচিত। যদি একান্তই বেশি আনা হয় তা হলে তা ঠাকুরঘরে না রেখে অন্যত্র রাখতে হবে। দীর্ঘ দিন তা ঠাকুরঘরে রাখতে নেই।

২) বিগ্রহ কোনও সময় যেন সিংহাসন ছাড়া না রাখা হয়। কাঠ বা যে কোনও ধাতুর সিংহাসনে ঠাকুর রাখতে হবে।

৩) পুজোর সময় আমরা যে আসন ব্যবহার করে থাকি তা যেন প্রত্যেকের আলাদা আলদা হয়। একই আসন সকলে ব্যবহার করতে নেই।

৪) পুজোর সময় উগ্র গন্ধযুক্ত ধূপ ব্যবহার করতে নেই।

৫) পুজোর সময় আমরা যে ফুল ঠাকুরকে অর্পণ করি তা প্রতি দিন পরিষ্কার করে ফেলতে হয়। কোনও রকম পচা ফুল যেন ঠাকুরের আসনে না থাকে।

৬) ঠাকুরঘর এমন স্থানে নির্মাণ করতে হবে যাতে সূর্যের আলো সেখানে প্রবেশ করে।

৭) পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় তা যেন কোনও ভাবে পুজো শেষ হওয়ার আগে নিভে না যায়। এটি অত্যন্ত অমঙ্গলজনক বলে মানা হয়।

৮) ঠাকুরঘরে খুব বড় মূর্তি স্থাপন না করাই ভাল। বাড়ির জন্য নয় ইঞ্চি মাপের ঠাকুর মঙ্গলজনক।

৯) পুরনো ক্যালেন্ডার বা মৃত মানুষের ছবি ঠাকুরঘরে রাখতে নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement