—প্রতীকী ছবি।
মাঘ হল বঙ্গাব্দের দশম মাস। এই মাস থেকে আবার বাঙালি হিন্দুদের বিয়ের মরসুম শুরু হয়। এই বছর মাঘ মাসে বিয়ের দিনগুলি কবে? আইবুড়োভাত খাওয়ার শুভ দিনই বা কোনগুলি? সাধ খাওয়ার কোনও শুভ দিন রয়েছে এই মাসে? এই প্রতিবেদন থেকে জানতে পারবেন সবটা।
মাঘ মাসে বিয়ের দিন-
৭ মাঘ, ২১ জানুয়ারি, মঙ্গলবার।
বিয়ে– রাত ১১টা ৩৭ মিনিট গতে ৩টে ৪৬ মিনিটের মধ্যে, তুলা এবং বৃশ্চিক লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।
১০ মাঘ, ২৪ জানুয়ারি, শুক্রবার।
বিয়ে- রাত ৭টা ২৬ মিনিট গতে ৮টা ৩১ মিনিটের মধ্যে সিংহ লগ্নে বিয়ে, পুনরায় ১০টা ১১ মিনিট গতে ৩ টে ৩০ মিনিটের মধ্যে কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।
১৬ মাঘ, ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার।
বিয়ে– রাত ৬টা ৩৩ মিনিট গতে ১০টা ৪১ মিনিটের মধ্যে সিংহ এবং কন্যা লগ্নে বিয়ে পুনরায় ১টা ২৮ মিনিট গতে বৃশ্চিক, ধনু এবং মকর লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।
২১ মাঘ, ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার।
শুভ সময়– রাত ৬টা ১৪ মিনিটের মধ্যে, পুনরায় ৮টা ৪৯ মিনিট গতে ১১টা ২৪ মিনিটের মধ্যে, পুনরায় ২টো গতে ৩টে ৪৩ মিনিটের মধ্যে।
কাল রাত ৬ টা ৫৯ গতে, ৮ টা ৩৬ মধ্যে।
মাঘ মাসে আইবুড়োভাত খাওয়ার শুভ দিন –
২ মাঘ, ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার।
৫ মাঘ, ১৯ জানুয়ারি, রবিবার।
৬ মাঘ, ২০ জানুয়ারি, সোমবার।
৮ মাঘ, ২২ জানুয়ারি, বুধবার।
২৪ মাঘ, ৭ ফেব্রুয়ারি, শুক্রবার।
মাঘ মাসে সাধ খাওয়ার শুভ দিন –
১৭ মাঘ, ৩১ জানুয়ারি, শুক্রবার।
২৪ মাঘ, ৭ ফেব্রুয়ারি, শুক্রবার।
২৭ মাঘ, ১০ ফেব্রুয়ারি, সোমবার।