—প্রতীকী ছবি।
শেষের মুখে চলতি আর্থিক বছর (২০২৪-’২৫)। অথচ করদাতাদের অনেকেই এখনও জমা করেননি আয়কর (ইনকাম ট্যাক্স বা আইটি) রিটার্ন। তাঁদের স্বস্তি দিতে রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। ২০২৪-’২৫ মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা। ওই তারিখের পর জরিমানা লাগু করবে আয়কর দফতর।
সিবিডিটির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-’২৫ মূল্যায়ন বছরের বিলম্বিত এবং সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হল ১৫ জানুয়ারি। আগে গত বছরের (পড়ুন ২০২৪) ৩১ ডিসেম্বর এর শেষ তারিখ রাখা হয়েছিল। পরে সময়সীমা আরও দু’সপ্তাহ বৃদ্ধি করে কেন্দ্র।
আয়কর আইন অনুযায়ী, ১৫ জানুয়ারির পর রিটার্ন জমা করতে গেলে জরিমানা বাবদ দিতে হবে পাঁচ হাজার টাকা। তবে করদাতার মোট বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার কম হলে জরিমানার অঙ্ক কমে দাঁড়াবে হাজার টাকা।
করদাতাদের একাংশ অনেক সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা করেন না বা করতে পারেন না। তাঁদেরই বিলম্বিত আয়কর রিটার্ন জমা করার সুযোগ দিয়ে থাকে সরকার। আবার আয়কর রিটার্নে জমা দেওয়া তথ্যে ভুল থাকলে সেগুলি সংশোধন করে ফের জমা করতে হয়। একেই সংশোধিত রিটার্ন বলে থাকে আয়কর দফতর।
রিটার্নের জরিমানার ক্ষেত্রে আরও কিছু তারতম্য রয়েছে। রিটার্ন জমা দেওয়া ব্যক্তির আয় করযোগ্য হলে এবং তার পরিমাণ একটি নির্দিষ্ট অঙ্কের নীচে হলে হাজার টাকা জরিমানা প্রযোজ্য হবে। আবার সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় তিন লক্ষ টাকার মৌলিক ছাড়ের চেয়ে কম হলে, দেরিতে রিটার্ন দাখিল করলেও কোনও জরিমানা দিতে হবে না।
বিজ্ঞপ্তিতে সিবিডিটি জানিয়েছে, ১৫ জানুয়ারির পর করদাতারা ২০২৪-’২৫ মূল্যায়ন বছরের রিটার্ন ফাইল করতে বা সংশোধন করতে পারবেন না। দেরিতে রিটার্ন ফাইল করতে ভবিষ্যতে করের অঙ্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে সতর্ক করেছে আয়কর দফতর।