Auspicious days in Magh 2025

মাঘ মাসে সরস্বতী পুজো বাদে আর কী কী পুজো রয়েছে? পূর্ণিমা কবে?

মাঘ মাসে সরস্বতী পুজো বাদে আর অন্য কোনও পুজোর দিন রয়েছে কী? এই প্রতিবেদন থেকে জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৩:২২
Dates and time of Puja and fasting for Bengali month Magh 1431 and 15th Jan to 13th Feb 2025

—প্রতীকী ছবি।

মাঘ মাস বাঙালি হিন্দুদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কারণ এই মাসে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতীর আরাধনা করা হয়। এই মাসে সরস্বতী পুজো বাদে আর অন্য কোনও পুজোর দিন রয়েছে কী? এই প্রতিবেদন থেকে জেনে নিন।

Advertisement

ষটতিলা একাদশী:

একাদশী তিথি শুরু

১০ মাঘ, ২৪ জানুয়ারি, শুক্রবার, রাত ৭টা ২৭ মিনিট।

একাদশী তিথি শেষ

১১ মাঘ, ২৫ জানুয়ারি, শনিবার, রাত ৮টা ৩২ মিনিট।

শ্রীশ্রী বগলা দেব্যাবিভাব, শ্রীশ্রী রটন্তী কালী পুজো:

১৩ মাঘ,২৭ জানুয়ারি, সোমবার।

মৌনী অমাবস্যা:

অমাবস্যা তিথি শুরু

১৪ মাঘ, ২৮ জানুয়ারি, মঙ্গলবার, রাত ৭টা ৩৮ মিনিট।

অমাবস্যা তিথি শেষ

১৫ মাঘ, ২৯ জানুয়ারি, বুধবার, সন্ধ্যা ৬টা ৬ মিনিট।

বিনায়ক চতুর্থী ব্রত:

চতুর্থী তিথি শুরু

১৮ মাঘ, ১ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১টা ৪০ মিনিট।

চতুর্থী তিথি শেষ

১৯ মাঘ, ২ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯টা ১৫ মিনিট।

শ্রীশ্রী সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী:

পঞ্চমী তিথি শুরু

১৯ মাঘ, ২ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯টা ১৬ মিনিট।

পঞ্চমী তিথি শেষ

২০ মাঘ, ৩ ফেব্রুয়ারি, সোমবার, সকাল ৬টা ৫৩ মিনিট।

শীতল ষষ্ঠী:

ষষ্ঠী তিথি শুরু

২০ মাঘ, ৩ ফেব্রুয়ারি, সোমবার, সকাল ৬টা ৫৪ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ

২০ মাঘ, ৩ ফেব্রুয়ারি, সোমবার, শেষ রাত ৪টে ৩৮ মিনিট।

মাকরী সপ্তমী স্নান:

২১ মাঘ, ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার।

ভীষ্ম তর্পণ:

২২ মাঘ, ৫ ফেব্রুয়ারি, বুধবার, সকাল ১২টা ৩৬ মিনিটের মধ্যে।

জায়াভৈমী একাদশীর উপবাস:

একাদশী তিথি শুরু

২৪ মাঘ, ৭ ফেব্রুয়ারি, শুক্রবার, রাত ৯টা ২৮ মিনিট।

একাদশী তিথি শেষ

২৫ মাঘ, ৮ ফেব্রুয়ারি, শনিবার, রাত ৮টা ১৬ মিনিট।

নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত:

২৭ মাঘ, ১০ ফেব্রুয়ারি, সোমবার।

পূর্ণিমা:

পূর্ণিমা তিথি শুরু

২৮ মাঘ, ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, রাত ৬টা ৫৭ মিনিট।

পূর্ণিমার নিশিপালন।

পূর্ণিমা তিথি শেষ

২৯ মাঘ, ১২ ফেব্রুয়ারি, বুধবার, রাত ৭টা ২৩ মিনিট।

Advertisement
আরও পড়ুন