Vastu Tips

ঘরের মেঝে কোন দিকে উঁচু এবং ঢালু হওয়া শুভ?

ঘরের মেঝের ওপর আমাদের বিশেষ ভাবে নজর দেওয়া উচিত। এই বিষয়ে কোনও ভুল হলে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৪ ১৯:৪৫
In which direction your home’s floor to be tilted

—প্রতীকী ছবি।

আমরা বাড়িতে বাস করি বা ফ্ল্যাটে, বাস্তুর কিছু নিয়ম আমাদের মেনে চলতেই হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘর যদি সাজানো-গোছানো হয় তা হলে আমরা সুখ-সমৃদ্ধিতে ভরে থাকব। ঘরের সব দিক আমাদের নজরে থাকলেও মেঝের দিকে আমরা খুব একটা নজর দিই না। কিন্তু ঘরের মেঝের ওপর আমাদের বিশেষ ভাবে নজর দেওয়া উচিত। এই বিষয়ে কোনও ভুল হলে ঘরে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে। তাই মেঝের কোন দিক উঁচু আর কোন দিক ঢালু রাখবেন, তা বিশেষ ভাবে দেখা উচিত।

Advertisement

দেখে নেওয়া যাক ঘরের মেঝে কেমন হওয়া উচিত—

১) বাড়ি তৈরির সময় খেয়াল রাখতে হবে ঘরের মেঝের দক্ষিণ-পশ্চিম দিকটা যেন উঁচু থাকে। অর্থাৎ জলের প্রবাহ যেন উত্তর বা পূর্ব দিকে প্রবাহিত হয়। ঘরের মেঝের দক্ষিণ-পশ্চিম দিক উঁচু হওয়া শুভ বলে মানা হয়।

২) কিন্তু যদি ঘরের মেঝের দক্ষিণ-পশ্চিম দিক নিচু হয় তা হলে জীবনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ, দক্ষিণ-পশ্চিম দিক নিচু হলে জলের প্রবাহ সেই দিকেই হবে, বাস্তু মতে যা অশুভ।

দক্ষিণ-পশ্চিম দিক নিচু হলে কী কী সমস্যা হতে পারে?

১) বাড়ির মানুষদের মনের স্থিরতার অভাব দেখা দিতে পারে।

২) পারিবারিক আয়ে বাধা আসতে পারে।

৩) মনের জোর এবং আত্মবিশ্বাস কমে যেতে পারে।

৪) ঘন ঘন পরিবারের সদস্যেরা অসুস্থ হয়ে পড়তে পারেন।

৫) শত পরিশ্রম করেও কোনও কাজ সম্পূর্ণ হবে না।

Advertisement
আরও পড়ুন