Red Coral Benefits

অনেক জমির মালিক হতে চান? লগ্ন অনুযায়ী রক্তপ্রবাল ধারণ করুন

ভূসম্পত্তি কেনাবেচার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের জন্য পলা অত্যন্ত উপযোগী রত্ন। প্রচুর ভূসম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করে এই রত্ন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৪ ১৩:০২
Wear red coral gemstone if you want to possess many lands

—প্রতীকী ছবি।

মঙ্গলের রত্ন রক্তপ্রবাল একটি লাভজনক রত্ন। যা ধারণে জাতক-জাতিকা বিশেষ লাভবান হতে পারে। তবে কিছু লগ্নের জাতক-জাতিকা রয়েছেন, যাঁদের ক্ষেত্রে রক্তপ্রবাল অর্থাৎ পলা ধারণ করলে শুভ ফলের বদলে অশুভ ফলই বেশি হবে। আবার কিছু লগ্নের জাতক-জাতিকা রয়েছেন, যাঁরা এই রক্তপ্রবাল ধারণ করলে শুভ ফল পেতে পারেন।

Advertisement

রক্তপ্রবাল ধারণ করলে মনে সাহস ও পরাক্রম বৃদ্ধি পায়। মনের দিক থেকে সতেজ হওয়া যায়। যাঁদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তাঁরা এই রক্তপ্রবাল ধারণের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। রক্তজনিত রোগ সারাতে সাহায্য করে রক্তপ্রবাল। বিল্ডার, প্রোমোটার এবং ভূসম্পত্তি কেনাবেচার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের জন্য পলা অত্যন্ত উপযোগী রত্ন। প্রচুর ভূসম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করে পলা।

এ বার দেখা যাক কোন কোন লগ্নের জাতক-জাতিকা এই রত্ন ধারণ করতে পারবেন:

মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন লগ্নের জাতক-জাতিকারা এই রত্ন ধারণ করতে পারবেন।

এ ছাড়া যাঁদের রাশিচক্রে মঙ্গল কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করে তাঁরাও পলা ধারণ করতে পারবেন।

কোন কোন লগ্নের জাতক-জাতিকারা ধারণ করতে পারবেন না:

বৃষ, মিথুন, কন্যা এবং তুলা লগ্নের জাতক-জাতিকারা এই রত্ন ধারণ করতে পারবেন না।

রাশিচক্রে যদি মঙ্গল ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে তা হলেও পলা ধারণ করা যাবে না।

** বিশেষ কিছু দশায় মকর এবং কুম্ভ লগ্নের জাতক-জাতিকারা এই পলা ধারণ করতে পারবেন, তা ছাড়া নয়।

কোন ধাতু দিয়ে ধারণ করতে হবে:

সোনা এবং তামা দিয়ে রক্তপ্রবাল পরতে হবে। মঙ্গলবার দিন দুধ ও গঙ্গাজলে ধুয়ে পলা ধারণ করুন।

Advertisement
আরও পড়ুন