Auspicious days in July 2024

শ্রাবণ মাসে গৃহারম্ভ ও গৃহপ্রবেশের জন্য কোন দিনগুলি শুভ? জমি কেনাবেচার শুভ দিনগুলি কী কী?

শ্রাবণ মাসে গৃহপ্রবেশের কথা ভাবছেন? অথবা নতুন জমি কেনার কথা ভাবছেন? শুভ দিনগুলি দেখে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৩:৫৮
House warming and land buying dates for July according to Bengali Calendar 2024

—প্রতীকী ছবি।

শ্রাবণ মাসে গৃহারম্ভ ও গৃহপ্রবেশের শুভ দিন—

Advertisement

১ শ্রাবণ, ১৭ জুলাই, বুধবার।

অমৃত যোগ, সকাল ৬টা ৫১ মিনিটের মধ্যে, পুনরায় ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ১৬ মিনিটের মধ্যে। পুনরায় দুপুর ৩টে ৪১ মিনিট থেকে ৫টা ২৭ মিনিটের মধ্যে।

মাহেন্দ্র যোগ দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ৩টে ৪১ মিনিটের মধ্যে।

২ শ্রাবণ, ১৮ জুলাই, বৃহস্পতিবার।

অমৃতযোগ, রাত ১২টা ৪৮ মিনিট থেকে ২টো ৫৭ মিনিটের মধ্যে।

মাহেন্দ্র যোগ, সকাল ৬ টা ৫২ মিনিটের মধ্যে। পুনরায় ১০টা ২৪ মিনিট থেকে দুপুর ১টা ২ মিনিটের মধ্যে।

৩ শ্রাবণ, ১৯ জুলাই, শুক্রবার।

অমৃতযোগ, সকাল ৬টা ৫২ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ৪৫ মিনিট থেকে ১০টা ২৪ মিনিটের মধ্যে। পুনরায় দুপুর ১টা ২ মিনিট থেকে ২টো ৪৮ মিনিটের মধ্যে। পুনরায় বিকেল ৪টে ৩৩ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত।

মাহেন্দ্র যোগ রাত ১০টা ৩৮ মিনিট থেকে ১১টা ২১ মিনিটের মধ্যে।

২৪ শ্রাবণ, ৯ অগস্ট, শুক্রবার।

অমৃতযোগ, সকাল ৬টা ৫৮ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ৫০ মিনিট থেকে ১০টা ২৪ মিনিটের মধ্যে। পুনরায় ১২টা ৫৮ মিনিট থেকে ২টো ৪১ মিনিটের মধ্যে। পুনরায় বিকেল ৪টে ২৪ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত।

মাহেন্দ্র যোগ, রাত ১০টা ৩৫ মিনিট থেকে ১১টা ১৯ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ৪৭ মিনিট থেকে সূর্যোদয় পর্যন্ত।

২৫ শ্রাবণ, ১০ অগস্ট, শনিবার।

অমৃতযোগ, সকাল ৯টা ৩২ মিনিট থেকে ১২টা ৫৮ মিনিটের মধ্যে।

২৭ শ্রাবণ, ১২ অগস্ট, সোমবার।

অমৃতযোগ, সকাল ৬টা ৫৮ মিনিটের মধ্যে। পুনরায় ১০টা ২৪ মিনিট থেকে দুপুর ১২টা ৫৮ মিনিটের মধ্যে।

মাহেন্দ্র যোগ, দুপুর ৩টে ৩২ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিটের মধ্যে।

২৯ শ্রাবণ, ১৪ অগস্ট, বুধবার।

অমৃতযোগ, সকাল ৬টা ৫৯ মিনিটের মধ্যে। পুনরায় ৯টা ৩৩ মিনিট থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ৩১ মিনিট থেকে ৫টা ১৩ মিনিটের মধ্যে।

মাহেন্দ্র যোগ, সকাল ১টা ৪৮ মিনিট থেকে ৩টে ৩১ মিনিটের মধ্যে।

শ্রাবণ মাসে জমি কেনাবেচার শুভ দিন—

৯ শ্রাবণ, ২৫ জুলাই, বৃহস্পতিবার।

শ্রাবণ মাসে শিল্পারম্ভের শুভ দিন—

১ শ্রাবণ, ১৭ জুলাই, বুধবার। ৬ শ্রাবণ, ২২ জুলাই, সোমবার। ১৫ শ্রাবণ, ৩১ জুলাই, বুধবার। ১৬ শ্রাবণ, ১ অগস্ট, বৃহস্পতিবার। ২৪ শ্রাবণ, ৯ অগস্ট, শুক্রবার। ২৯ শ্রাবণ, ১৪ অগস্ট, বুধবার।

Advertisement
আরও পড়ুন