Friday's Horoscope

শুক্রবারে কি আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে? রাশি মিলিয়ে দেখে নিন

শুক্রবার দিনটি কোন রাশির জাতকদের জন্য শুভ? কোন রাশির জাতকেরা এই দিন সতর্ক থাকবেন? এই প্রতিবেদনে দেখে নিন জ্যোতিষ কী বলছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ০৭:০৮
০১ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

শুক্রবার দিনটি কোন রাশির জাতকদের জন্য শুভ? কোন রাশির জাতকেরা এই দিন সতর্ক থাকবেন? এই প্রতিবেদনে দেখে নিন জ্যোতিষ কী বলছে।

০২ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

মেষ – শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় লাভ-ক্ষতি নিয়ে চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ। আইনজীবীদের জন্য সামনে শুভ সময়। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে মনোমালিন্যের অবসান হতে পারে। কাজের সুবাদে ভ্রমণের যোগ রয়েছে। পড়াশোনার ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

০৩ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

বৃষ – কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে। ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে বিবাদ। ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন। বাড়তি উপার্জন হতে পারে। বিলাসিতার জন্য খরচ হতে পারে। শরীরে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। চাকরির স্থানে বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনঃকষ্ট।

Advertisement
০৪ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

মিথুন– বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। সঙ্গীতশিল্পীদের জন্য শুভ সময়। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্রুত ক্রোধ সম্বরণ করা প্রয়োজন । হঠাৎ পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। সুন্দর কোনও সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে।

০৫ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

কর্কট— আর্থিক টানাপড়েন থাকতে পারে। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি হতে পারে। ঋণশোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে বদনাম হতে পারে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

Advertisement
০৬ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

সিংহ– কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভাল হবে। ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন। ভাই-বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন। সারা দিন বেশ উৎফুল্ল ভাবেই কাটবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

০৭ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

কন্যা– অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে কাজে উন্নতি সাঙন হবে। কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন। পরোপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ। কোনও সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ লাভ হবে। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ। পায়ের নীচে আঘাত থেকে সাবধান থাকুন। বুকের কষ্ট বাড়তে পারে। বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। যানবাহন চালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

Advertisement
০৮ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

তুলা– নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। দূরে ভ্রমণ না করাই ভাল হবে। সমাজে মর্যাদা লাভ হতে পারে। কারও চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে। সন্তানের বায়না পূরণ করতে হতে পারে। কোনও সুখবর পেতে পারেন। কোনও পুরনো আশা ভঙ্গ হতে পারে। সন্তানের কোনও ভাল কাজ আপনাকে অবাক করবে। বিনিয়োগী ব্যবসায় ভাল ফল পাওয়া যাবে।

০৯ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

বৃশ্চিক- কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি সাধন হবে। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে। ভাল কাজের পরিপেক্ষিতে হতাশা বোধ। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্চে। মামলায় জড়িয়ে পড়তে পারেন। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে।

১০ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

ধনু- সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। প্রেমে কষ্ট বাড়তে পারে। সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাল করে নজর দিন। বন্ধু সমাগমে আনন্দ লাভ। আপনার সহ্যশক্তিই আপনাকে বাঁচাবে। কথা খুব কম বলবেন। কোমরের সমস্যা বাড়তে পারে। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। অতিরিক্ত ক্রোধ ভাল হবে না।

১১ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

মকর– সব কাজেই সুনাম পেতে পারেন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে।

১২ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

কুম্ভ– দাম্পত্য জীবনে উদ্বেগ দেখা দিতে পারে। কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে। বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। বাড়িতে খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন।

১৩ ১৩
horoscope of how friday will pass for the zodiac signs

মীন – প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন। বন্ধুদের পরামর্শ মেনে চললে বিপদে পড়তে পারেন। কারও প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। পাওনা আদায় হওয়ার সম্ভাবনা। আগুন থেকে একটু সাবধান থাকুন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি