Shravan Brata Rituals

শ্রাবণ মাসের সোমবার নির্জলা উপবাস রেখে শিবপুজো করছেন? সুফল পেতে বিশেষ কিছু নিয়ম মেনে চলুন

মহাদেবের পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে পুজো করলে ভাল ফল পাওয়া যাবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ১০:৪০
Follow these rituals to worship lord shiva on Bengali month shravan

—প্রতীকী ছবি।

শ্রাবণ মাসে নির্জলা উপবাস রেখে শিবের পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো করতে হয়, এ ছাড়া শ্রাবণ মাস জুড়েও পুজো করতে পারেন। এই উপবাস পুরুষ, মহিলা নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস। এই মাসে শিবের পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ হয়। তবে মহাদেবের পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে পুজো করলে ভাল ফল পাওয়া যাবে। শিব খুব অল্পে সন্তুষ্ট হন। কিন্তু পুজোয় ত্রুটি হলে তিনি খুবই ক্রুদ্ধ হন।

Advertisement

শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার বিশেষ কিছু নিয়ম—

১) শ্রাবণ মাসের ব্রত করার সময় ঠাকুরঘর যেন অবশ্যই পরিষ্কার-পরিছন্ন থাকে। পুজোর সময় ঘর অন্ধকার রাখা যাবে না।

২) শিবপুজো করার সময় অনেকেই সারা দিন উপবাস রেখে, সন্ধ্যাবেলা পুজো করেন। কিন্তু শ্রাবণ মাসের পুজো সকালে করে নিলেই ভাল।

৩) ফল খেয়ে এই পুজো করলে বেশি উপকার পাওয়া যায়। তবে অনেকেই পুজো শেষ করার পর খাবার গ্রহণ করেন। সে ক্ষেত্রে এই দিন খাবারের তালিকায় আলু, লাউ এবং কুমড়ো অবশ্যই রাখুন।

৪) এই দিন যতটা সম্ভব সৎ আচরণ করুন।

৫) শিবপুজোর সময় অবশ্যই ঘি, মধু, সিদ্ধি, দুধ এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করুন।

৬) বেলপাতা, ধুতরো এবং আকন্দ ফুল শিবের সবচেয়ে প্রিয়। এই জিনিসগুলো পুজোয় অর্পণ করতে ভুলবেন না।

৭) শিবপুজোর সময় শিবলিঙ্গে আতপ চাল এবং যব অর্পণ করুন, শুভ ফল পাবেন।

৮) শিবপুজো করার আগে সূর্যদেবকে জল অর্পণ করা খুবই শুভ বলে মানা হয়।

শিবের পুজো করার সময় যা করতে নেই—

১) শিব ঠাকুরকে কখনও কেতকী ফুল অর্পণ করতে নেই।

২) তুলসীপাতা শিবের পুজোয় ব্যবহার করবেন না।

৩) শিবের পুজোয় সব কিছু সাদা রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করুন।

Advertisement
আরও পড়ুন