Vastu Shastra

Vastu Shastra: জমি কোন দিকে ঢালু, জেনে বাড়ি করুন! বুঝে নিন বাস্তু-মত

বাস্তু বিচারের সময় যে সমস্ত বিষয় গুরুত্বের সঙ্গে বিচার করা প্রয়োজন, তার মধ্যে বাস্তুজমির ঢাল বিচার অন্যতম।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১২
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

বাস্তু বিচারের সময় যে সমস্ত বিষয় গুরুত্বের সঙ্গে বিচার করা প্রয়োজন, তার মধ্যে বাস্তুজমির ঢাল বিচার অন্যতম। ‘জমির ঢাল’ বলতে বোঝায়— জমির কোন দিক উঁচু বা কোন দিক নিচু। শাস্ত্রমতে গৃহের আট দিকের প্রত্যেকটিতে নির্দিষ্ট গ্রহ এবং গ্রহের নির্দিষ্ট দেবতা অধিপতিত্ব করেন।

পূর্ব দিকের অধপতি গ্রহ সূর্য, দক্ষিণ-পূর্ব দিকের অধিপতি গ্রহ শুক্র, দক্ষিণ দিকের অধিপতি গ্রহ মঙ্গল, দক্ষিণ-পশ্চিম দিকের অধিপতি গ্রহ রাহু, পশ্চিম দিকের অধিপতি গ্রহ শনি, উত্তর-পশ্চিম দিকের অধিপতি গ্রহ চন্দ্র, উত্তর দিকের অধিপতি গ্রহ বুধ, উত্তর-পূর্ব দিকের অধিপতি গ্রহ বৃহস্পতি। বাস্তুজমির নির্দিষ্ট দিক উঁচু বা নিচু অবস্থান অনুযায়ী বিভিন্ন ফল দান করে।

Advertisement

পূর্ব দিকে ঢাল হলে সম্পদ বৃদ্ধি, মর্যাদা ও খ্যাতি লাভ সম্ভব।

দক্ষিণ-পূর্বে ঢাল হলে অগ্নি থেকে ভয়, শত্রুজনিত কারণে উদ্বেগ, বাড়ির সদস্যদের মতভেদ বা মতবিরোধ সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা বৃদ্ধি করে।

দক্ষিণ দিকে ঢাল হলে কর্মে বা পেশায় বিভিন্ন বাধা, মৃত্যুভয়, রোগ ব্যাধির বৃদ্ধি ইত্যাদি সমস্যার সম্ভাবনা প্রবল।

দক্ষিণ-পশ্চিম দিকে ঢাল হলে রোগ-ব্যাধির বৃদ্ধি, সম্পদহানির সম্ভাবনা বৃদ্ধি করে।

পশ্চিম দিকে ঢাল হলে সমস্ত বিষয়ে ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি করে।

উত্তর-পশ্চিম দিকে ঢাল হলে শত্রু বৃদ্ধি, বংশবৃদ্ধিতে বাধা, গৃহে বসবাসকারী কন্যার বিভিন্ন সমস্যা, বাড়ির সদস্যদের হজম সংক্রান্ত সমস্যা বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি করে।

উত্তর দিকে ঢাল হলে সর্বক্ষেত্রে লাভ, বংশবৃদ্ধি, চাহিদা এবং আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা বৃদ্ধি করে।

উত্তর-পূর্ব দিকে ঢাল হলে খুবই শুভ, বিভিন্ন বৈষয়িক এবং ধর্মীয় ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে।

আরও পড়ুন
Advertisement