Vastu Shastra

ব্যবসায় ক্রমাগত ক্ষতি হচ্ছে? লাভের মুখ দেখতে করুন এই টোটকা

ব্যবসায় ক্রমাগত ক্ষতি হচ্ছে। এই সমস্যা অনেক ব্যবসায়ীর মুখেই শোনা যায়। ব্যবসা ভাল চলার আশা সব ব্যবসায়ীর কামনা। কিন্তু অনেক সময় ব্যবসা খুব ভাল চলতে চলতে হঠাৎ মন্দা দেখা দেয়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ০৭:৫৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ব্যবসায় ক্রমাগত ক্ষতি হচ্ছে। এই সমস্যা অনেক ব্যবসায়ীর মুখেই শোনা যায়। ব্যবসা ভাল চলার আশা সব ব্যবসায়ীর কামনা। কিন্তু অনেক সময় ব্যবসা খুব ভাল চলতে চলতে হঠাৎ মন্দা দেখা দেয়। এতে অনেকে মনে করেন যে ব্যবসায় নজর পড়েছে বা গ্রহের অশুভ প্রভাবে এ রকম হচ্ছে। তবে এ ক্ষেত্রে মনে করা হয় ব্যবসার যে জায়গা বা যেখানে দোকান রয়েছে তার বাস্তু পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। কিছু বাস্তু টিপস রয়েছে যা অবলম্বন করতে পারলে ব্যবসায় উন্নতি ধীরে ধীরে লক্ষ করা যাবে।

টিপস

Advertisement

• ক্যাশবাক্সে, অর্থাৎ যেখানে টাকা রাখা হয় বা যেখানে ব্যবসার মূলধন জমা করা হয় সেখানে একটা লাল কাপড়ে কিছুটা মৌরি বেঁধে ২৩ দিন রেখে দিন। ২৩ দিন পর সেই মৌরি যে কোনও মন্দিরে দান করে দিন এবং পুনরায় এই কাজটি করুন। এর ফলে খুব দ্রুত ব্যবসায় সাফল্য আসতে শুরু করবে।

• ব্যবসার জন্য দোকান তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন দোকানের সামনের দিকটা চওড়া এবং পিছনের দিকটা সরু হয়। এ ক্ষেত্রে ব্যবসা খুবই ভাল হয় বলে মানা হয়।

• যে সব দোকানের চার কোণ থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় সেই ধরনের দোকানেও ব্যবসা খুবই ভাল চলে।

• দোকানের মালিক এবং ক্যাশবাক্স যেন কখনও দোকানের বিমের নীচে না হয়। এই লক্ষণ খুবই অশুভ বলে মানা হয়।

• পণ্য বিক্রি করার সময় ব্যবসায়ীর মুখ যেন সর্বদা উত্তর দিকে থাকে। এতে আর্থিক স্থিতি হয়।

• দোকানের মুখ সব সময় পূর্ব এবং উত্তর দিকে হতে হবে। কখনও দক্ষিণ এবং পশ্চিম দিকে যেন না হয়।

• দোকানের দেওয়ালে বেশ কয়েকটা স্বস্তিক চিহ্ন এঁকে রাখতে হয়।

আরও পড়ুন
Advertisement