Vastu Tips

রান্নাঘরে এঁটো বাসন অনেক ক্ষণ ফেলে রেখে দেন? এর ফলে বাস্তুর কী ক্ষতি হয় জানেন?

কিছু ভুল রয়েছে তা যদি রান্নঘরে করা হয়, তা হলে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয় বলে মনে করেন বাস্তুবিদেরা।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ০৬:৩৪
Avoid doing these mistakes in kitchen for good vastu

—প্রতীকী ছবি।

দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই আমরা নানা ভুল করে থাকি। যার ফলে সৃষ্টি হয় বাস্তুদোষ। আর বাড়ির বাস্তু যদি কোনও ভাবে দোষ-যুক্ত থাকে, তা হলে জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন, অর্থ সমস্যা, পারিবারিক সমস্যা, সন্তানদের নিয়ে সমস্যা, এমনকি দাম্পত্য সমস্যাও সৃষ্টি হয়। কিছু ভুল রয়েছে তা যদি রান্নঘরে করা হয়, তা হলে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয় বলে মনে করেন বাস্তুবিদেরা।

Advertisement

দেখে নেব কোন কোন ভুল কাজ রান্নাঘরে করতে নেই:

১) প্রথমেই দেখতে হবে, যেন কোনও ভাবেই রান্নাঘরে ওষুধ না রাখা হয়। অনেক সময় দেখা যায় নিজেদের সুবিধার জন্য বাড়ির মহিলারা ওষুধ রান্নাঘরেই রেখে দেন। কিন্তু এ রকমটা করা একেবারেই উচিত নয়। এতে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়।

২) রান্নাঘরের ডাস্টবিন সব সময় ঢাকনা-যুক্ত রাখতে হবে। ডাস্টবিন যেন খোলা অবস্থায় কখনওই না থাকে, এটাও বাস্তুদোষ সৃষ্টির একটা বড় কারণ।

৩) রান্নাঘরে কখনও যেন নুন এবং চিনি একেবারে শেষ না হয়ে যায়। একেবারে শেষ হওয়ার আগেই তা কিনে আনতে হবে।

৪) নুন এবং চিনির কৌটোয় দুটো করে লবঙ্গ রেখে দিন।

৫) খুব বেশি ভাঙা কৌটো বা বাসনপত্র রান্নাঘরে রেখে দিতে নেই, ভাঙা জিনিস যত দ্রুত সম্ভব ফেলে দিন। রান্নাঘরে ভাঙা জিনিস রাখার ফলে বাস্তুদোষ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়।

৬) রান্নাঘরে এঁটো বাসন বেশি সময় ধরে রেখে দিতে নেই। বিশেষ করে রাতের বেলা এঁটো বাসন পরিষ্কার করে তবেই ঘুমোতে যাবেন।

৭) রান্নাঘরে কখনও মুখোমুখি দুটো দরজা করা উচিত নয়। যদিও থাকে, তা হলে একটা দরজা বন্ধ করে রাখাই শ্রেয়।

আরও পড়ুন
Advertisement