ব্যবসাক্ষেত্রে শুভ ফল পাবেন কোন উপায়ে? প্রতীকী ছবি।
যে কোনও ব্যবসায় সাফল্য প্রাপ্তির জন্য স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ। বর্তমানে বহুতলে বা মলে ব্যবসার প্রবণতা বাড়ছে। বাস্তুশাস্ত্র মতে বহুতলের ভিন্ন দিকে ভিন্ন কর্মশক্তি বিরাজ করে বা ভিন্ন দিকে ভিন্ন গ্রহের প্রভাব, ভিন্ন অধিদেবতার আধিপত্য। সুতরাং, দিক অনুযায়ী ব্যবসার ধরনেরও পরিবর্তন হয়। একটি বহুতল বা মলে পূর্ব দিকে ঘর নিলে পূর্ব দিক ভিন্ন অন্য দিকের উপযোগী ব্যবসায় সাফল্য আসবে না। সুতরাং, হয় ব্যবসার অনুযায়ী ঘর নিতে হবে অথবা ঘরের দিক অনুযায়ী কোন ব্যবসা করবেন, তা স্থির করতে হবে।
ঈশান (উত্তর পূর্ব) দিকের অধিপতি গ্রহ বৃহস্পতি। ঈশান কোণের অধিপতি ইশ। সাত্বিক কর্ম শক্তিপূর্ণ।
আধ্যাত্মিক বই বা আধ্যাত্মিক কর্মে ব্যবহৃত দ্রব্যের আইন সংক্রান্ত বই বা ব্যবসা, সোনা, মুল্যবান পাথর, যোগ বা ধ্যান সংক্রান্ত কর্ম অথবা বৃহস্পতি গ্রহের সহিত সম্পর্কিত বস্তু বা দ্রব্যের ব্যবসার উপযুক্ত ক্ষেত্র।
আগ্নেয় (দক্ষিণ পূর্ব) দিকের অধিপতি গ্রহ শুক্র। আগ্নেয় কোণের অধিপতি আগ্নি। রাজসিক কর্মশক্তি পূর্ণ।
খাদ্য দ্রব্য, পুরাতন মুল্যবান বস্তু, প্রসাধনি দ্রব্য, কফি শপ, বিলাসী দ্রব্য, বিনোদনের বস্তু, বস্ত্র, গাড়ির শোরুম অথবা শুক্র গ্রহের সহিত সম্পর্কিত বস্তু বা দ্রব্যের ব্যবসার উপযুক্ত ক্ষেত্র।
নৈরীত (দক্ষিণ পশ্চিম) দিকের অধিপতি গ্রহ রাহু। নৈরীত কোণের অধিপতি নৈরীতি। তামসিক কর্মশক্তি পূর্ণ।
শিকার সংক্রান্ত বস্তু, অভিযান সংক্রান্ত বস্তু, নেশার দ্রব্য, অথবা রাহু গ্রহের সহিত সম্পর্কিত বস্তু বা দ্রব্যের ব্যবসার উপযুক্ত ক্ষেত্র।
বায়ু (উত্তর পশ্চিম) দিকের অধিপতি গ্রহ চন্দ্র। বায়ু কোণের অধিপতি বায়ু। রাজসিক কর্মশক্তি পূর্ণ।
মিউজিক পার্লার, সেলুন, গাড়ির শোরুম বাতানুকূল যন্ত্র, লবণ, সাদা বস্তু, গহনা, দামি রত্ন, জল বা তরলের সহিত সম্পর্কিত দ্রব্য অথবা চন্দ্র গ্রহের সহিত সম্পর্কিত বস্তু বা দ্রব্যের ব্যবসার উপযুক্ত ক্ষেত্র।