Astrological Tips

মাঙ্গলিক দোষ থাকলেও কখন তা অশুভ ফল দান করে না? জ্যোতিষশাস্ত্র কী বলছে?

জন্ম পত্রিকায় মঙ্গল দোষ যুক্ত বা মাঙ্গলিক হলেই যে সর্ব ক্ষেত্রে তা অশুভ ফল দান করবে, তা না-ও হতে পারে। কখনও কখনও জন্ম পত্রিকায় মাঙ্গলিক দোষ থাকলেও তা অশুভ ফল দান করে না।

Advertisement
সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ২১:১৩
জন্ম পত্রিকায় মঙ্গল দোষ যুক্ত বা মাঙ্গলিক হলেই যে সর্ব ক্ষেত্রে তা অশুভ ফল দান করবে, তা না-ও হতে পারে।

জন্ম পত্রিকায় মঙ্গল দোষ যুক্ত বা মাঙ্গলিক হলেই যে সর্ব ক্ষেত্রে তা অশুভ ফল দান করবে, তা না-ও হতে পারে। প্রতীকী ছবি।

জন্ম পত্রিকায় প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান ত্রুটিপূর্ণ (মাঙ্গলিক দোষযুক্ত) জন্ম পত্রিকা বলা হয়ে থাকে কিন্তু কেন? মঙ্গল জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ অশুভ গ্রহ। মঙ্গলের শুভ অবস্থান শুভফল দান করলেও অশুভ অবস্থানের কারণে জাতক-জাতিকার ভোগান্তিও কম নহে। মঙ্গল ক্রোধ, উগ্রতা, সাহসিকতা, দুর্ঘটনা, রক্তপাত, স্থাবর সম্পত্তি, চিকিৎসা শাস্ত্র (বিশেষত শল্য চিকিৎসা) রাসায়নিক দ্রব্য ইত্যাদির কারক।

জন্ম পত্রিকায় মঙ্গল দোষ যুক্ত বা মাঙ্গলিক হলেই যে সর্ব ক্ষেত্রে তা অশুভ ফল দান করবে, তা না-ও হতে পারে। কখনও কখনও জন্ম পত্রিকায় মাঙ্গলিক দোষ থাকলেও তা অশুভ ফল দান করে না।

Advertisement

কখন মাঙ্গলিক দোষ অশুভ ফল দান করে না?

মঙ্গলের সহিত শুভ গ্রহের সহঅবস্থান মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে।

শুভ গ্রহের সহিত মঙ্গলের স্থান পরিবর্তন মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে।

মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে।

নবাংশে মঙ্গলের শুভ অবস্থান মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে।

রাশিচক্রে শনির এক বার পূর্ণ প্রদক্ষিণ সমাপ্ত হলে (বয়স কম-বেশি ৩০ হলে) মাঙ্গলিক দোষ হ্রাস প্রাপ্ত হয়।

সব ক্ষেত্রেই কতটা শুভ বা অশুভ প্রভাব দান করবে, তা কোন রাশি বা লগ্ন, গ্রহগত অবস্থান ইত্যাদির উপর বিশেষ নির্ভর করে।

প্রতিকার- হনুমান চালীশা পাঠ। হনুমানজির পূজা করুন এবং প্রসাদ বিতরণ করুন। গায়েত্রি মন্ত্র জপ করুন। দেবী দুর্গার পূজা করুন। লাল বস্ত্র বা রুমাল ব্যবহার করুন। বাঁদর, হনুমানকে খাবার দিন। প্রয়োজনে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন।

আরও পড়ুন
Advertisement