Astrological Tips

বাড়ির কোন জায়গায় কোন জিনিস রাখা ক্ষতিকর? জ্যোতিষশাস্ত্র মতে কোথায় কী রাখা উচিত?

বাড়ির কোন কোণে কী জিনিস রাখলে কী ক্ষতি হয়? কী বলে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ১৩:১০
বাড়ির কোন কোণে কী জিনিস রাখলে কী ক্ষতি হয়?

বাড়ির কোন কোণে কী জিনিস রাখলে কী ক্ষতি হয়? প্রতীকী ছবি।

বাড়ির সকলে সুস্থসবল থাকুন, এ কামনা আমরা সকলেই করে থাকি। কিন্তু বাড়ি সাজানোর কিছু ভুলের জন্য আমাদের জীবনে নানা রোগ, নানা সমস্যা সৃষ্টি হতে পারে। বাড়ির কোন কোণে কী জিনিস রাখলে কী ক্ষতি হয়, তা দেখে নেব।

Advertisement

১) বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাস্তা থাকলে বাসিন্দাদের মানসিক সমস্যা হয় না। এবং স্বাস্থ্যের জন্য খুব শুভ।

২) অগ্নিকোনে জলের ব্যবস্থা থাকলে বাসিন্দাদের পেটের অসুখ হতে পারে।

৩) যদি ভারী জিনিস বায়ুকোনে রাখা হয়, তা হলে গ্যাস, পেটের সমস্যা, হাড়ের সমস্যা, মানসিক অশান্তি বাড়ে।

৪) বাড়িতে বাঁশগাছ লাগালে হার্ট ও রক্তসংক্রান্ত যে কোনও সমস্যা বাড়বে।

৫) যে সকল গাছের গুঁড়ি থেকে দুধ জাতীয় পদার্থ নিঃসৃত হয়, সেই গাছ বাড়িতে থাকলে, বাড়ির বাসিন্দাদের সর্দি, ফুসফুস সংক্রান্ত সমস্যায় ভুগতে দেখা যায়।

৬) শোয়ার ঘর এবং বসার ঘরের রং অবশ্যই হালকা করবেন যদি পারিবারিক কলহ, পারস্পারিক বিবাদ ঝগড়াকে এড়াতে চান। এর ফলে উত্তেজনা কম হয় এবং সম্পর্কে মাধুর্য বেড়ে যায়। এবং ঘুম খুব ভাল হয়। কারণ হালকা রঙে মন শান্ত থাকবে, প্রেশার, মাথার যন্ত্রণা কম হবে। দৃষ্টিশক্তি বাড়বে।

৭) বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাস্তা থাকলে বাসিন্দাদের মানসিক সমস্যা হয় না। এবং স্বাস্থ্যের জন্য খুব শুভ।

৮) যদি বাড়ির শোয়ার ঘর ঈশান কোণে হয়, তা হলে অনিদ্রাজনিত রোগ এবং ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে।

৯) যদি বাথরুম ঈশান কোণে হয়, তা হলে দুশ্চিন্তা বাসিন্দাদের পিছু ছাড়ে না।

১০) যে বাড়িতে পচা নলকূপ, কুয়ো বা ট্যাঙ্কের বদ্ধ জল দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেখানে বাচ্চারা তারাতারি অসুস্থ হয়ে পড়বে। তাই পরিবেশ দূষণ মুক্ত রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন