Karan Johar

কটাক্ষের সপাট জবাব! গৌরী, মালাইকাকে সঙ্গে নিয়ে সমালোচকদের কোন বার্তা দিলেন কর্ণ?

কর্ণ নিজে প্রখ্যাত প্রযোজক যশ জোহরের সন্তান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনিও নাকি বেছে বেছে বলিউডের তারকাসন্তানদের কাজে নেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৪:৫২
Karan johar wears a nepo baby t shirt on dinner date with gauri khan malaika arora

শুক্রবার রাতে কর্ণ জোহরকে দেখা গেল এক রেস্তোরাঁর বাইরে গৌরী খান ও মালাইকা আরোরার সঙ্গে। ছবি: সংগৃহীত।

কটাক্ষের জবাব সপাটেই দিচ্ছেন বলি তারকারা। তবে সরাসরি নয়, বরং ইঙ্গিতে দিচ্ছেন উত্তর! গত বছর নিজের রেস্তোরাঁয় ‘ডাক ওয়াক’ (হাঁসের মতো হাঁটা) নিয়ে রসিকতা করেছিলেন মলাইকা আরোরা। এ বার নিজের বুকে ‘নেপো বেবি’ লিখে সমালোচকদের কি একহাত নিলেন কর্ণ জোহর?

Advertisement

শুক্রবার রাতে প্রিয় বন্ধুদের সঙ্গে খানাপিনার আসরে যোগ দিয়েছিলেন পরিচালক-প্রযোজক কর্ণ। তাঁকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা যায় মালাইকা অরোরা আর গৌরী খানের সঙ্গে। রাতের খাওয়াদাওয়া সেরে তাঁরা যখন নিজেদের গাড়ি খুঁজছিলেন, সেই সময়ই ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েন কর্ণ। মালাইকা, গৌরীর পরনে ছিল একেবারে ঝলমলে পোশাক। কিন্তু কর্ণ পরেছিলেন কালো ঢোলা পাজামা আর সাদা সোয়েটশার্ট। এই সোয়েটশার্টেই ছিল বিশেষত্ব। বড় বড় কালো অক্ষরে লেখা ছিল ‘নেপো বেবি’, অর্থাৎ, ‘পরিবারতন্ত্রের সন্তান’। কর্ণ নিজে প্রখ্যাত প্রযোজক যশ জোহরের সন্তান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনিও নাকি বেছে বেছে বলিউডের তারকাসন্তানদের কাজে নেন। তাঁরা অভিনয় করতে পারুন বা পারুন— কর্ণ তাঁদের তুলে ধরেন পর্দায়। ২০১২ সালে আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মলহোত্র, বরুণ ধওয়ানকে নিয়ে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ তৈরি করার পরই কঙ্গনা রানাউতের ‘পরিবারতন্ত্র’ কটাক্ষের মুখে পড়েন কর্ণ। তিনি তারকা সন্তানদের নিয়ে কাজ করেন বলে অভিযোগ ওঠে।

তবে কর্ণ প্রথম নন। এর আগে ২০২৩ সালে হলিউডে হেইলি বিবার তাঁর টি-শার্টে ‘নেপো-বেবি’ লিখে বেরিয়েছিলেন। জাস্টিন বিবারের মডেল স্ত্রীও তারকা সন্তান। তাঁর বাবা অভিনেতা স্টিফেন বাল্ডইউন, দাদামশাই ব্রাজ়িলের বিখ্যাত সঙ্গীতশিল্পী এউমি দিওদাতু।

Advertisement
আরও পড়ুন