Marital Bliss

সেপ্টেম্বরে কোন রাশি দাম্পত্য কতটা সুখের হবে

কোন রাশির জাতকদের দাম্পত্য কতটা সুখের হবে? এ মাস কেমন যাবে?

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১১:২২
সংসারে সুখ থাকবে কি?

সংসারে সুখ থাকবে কি? ছবি-প্রতীকী

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান কেতুর। দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভবানা কম। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক, দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সহিত, দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ।

Advertisement

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান, উত্তেজনা, বাদ বিবাদ, কথা কাটাকাটি থাকলেও দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ নহে।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। শুভ প্রেম-প্রীতির ক্ষেত্র।

সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান রবি এবং শুক্রের সহিত দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ হলেও মাথা গরম, অশান্তি, বাদানুবাদ থাকবে, মাসের দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন। শুভ প্রেম-প্রীতির ক্ষেত্র।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। শুভ প্রেম-প্রীতির ক্ষেত্র।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে রাহুর অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। শুভ প্রেম-প্রীতির ক্ষেত্র।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে লগ্ন অধিপতি মঙ্গলের অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্র খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা নেই।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সহিত লগ্নপতি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে। মাসের দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ।

মিন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ মাসের প্রথম অর্ধে, দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন ঘটবে। শুভ প্রেম-প্রীতির ক্ষেত্রে।

Advertisement
আরও পড়ুন