Shot Dead

কর্নাটকে এটিএম ভ্যানে লুট, খুন চালককে! পালানোর সময় অন্য রাজ্যে এক ব্যক্তিকে গুলি দুষ্কৃতীদের

অভিযুক্ত দু’জনের খোঁজে বিভিন্ন দিকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে অভিযুক্তদের বর্ণনা দিয়ে বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:১৯
Hours after killing cash van guard, robbers shoot at man in Hyderabad

বাইকে চেপে দুই দুষ্কৃতী লুট চালায় এটিএম ভ্যানে। ছবি: পিটিআই।

কর্নাটকে টাকাভর্তি এটিএম ভ্যানের গার্ডকে খুন করে পালানোর পথে আরও এক ব্যক্তিকেও গুলি করে দুই দুষ্কৃতী। তবে সেই ঘটনা ঘটে হায়দরাবাদে! পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দু’জনের খোঁজে বিভিন্ন দিকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে অভিযুক্তদের বর্ণনা দিয়ে বিভিন্ন থানায় সতর্ক করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, দুই দুষ্কৃতী হায়দরাবাদে একটি বেসরকারি ট্র্যাভেল কোম্পানির ম্যানেজারকে গুলি করে। আহতের নাম জাহাঙ্গীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের বিদারে প্রথমে ওই দুই দুষ্কৃতী একটি এটিএম ভ্যানের গার্ডকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তার পর অভিযুক্তেরা ৯৩ লক্ষ টাকা লুট করে বাইকে চেপে হায়দরাবাদ পালায়। সেখান থেকে বাসে চেপে রায়পুর যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

হায়দরাবাদে একটি ট্র্যাভেল কোম্পানিতে গিয়ে রায়পুর যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে যায় দুই দুষ্কৃতী। সেখানেই ম্যানেজারকে গুলি করে তারা। ওই কোম্পানির মালিক রইস অহমেদ বলেন, ‘‘দুই দুষ্কৃতীর মধ্যে এক জন নিজেকে অমিত কুমার বলে পরিচয় দেয়। কিন্তু তাদের দেখে সন্দেহ হয় জাহাঙ্গীরের। তখন তিনি তাদের ব্যাগ খুলে দেখাতে বলেন। রাজি হয় না দুষ্কৃতীরা। উল্টে জাহাঙ্গীরকে মোটা টাকার বান্ডিল দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে। তবে জাহাঙ্গীর তার পরও বার বার ব্যাগ খোলার জন্য জোরাজুরি করতে থাকেন। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী।’’ জাহাঙ্গীরের অস্ত্রোপচার হয়েছে। তবে বিপদ কাটেনি এখনও।

পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্ত বিদারের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখার সামনে দাঁড়িয়ে থাকা একটি এটিএম ভ্যানে হামলা চালায়। চালক এবং গার্ডকে লক্ষ্য করে পর পর গুলি চালিয়ে লুট করে। ঘটনাস্থলেই গার্ডের মৃত্যু হয়। আহত চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই আবার হায়দরাবাদে গুলি চালানোর অভিযোগ উঠল ওই দুষ্কৃতীর বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন