First Aid Box

শীতে ঘুরতে যাবেন? শিশুর জন্য অবশ্যই নিন ফার্স্ট এড বাক্স, কী কী রাখবেন তাতে?

বাড়ির খুদে সদস্যকে নিয়ে যদি বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তা হলে প্রাথমিক চিকিৎসার বাক্স সঙ্গে রাখতেই হবে। শেষ মুহূর্তে যাতে ভুল না হয়, সে জন্য কী কী গুছিয়ে নেবেন, তা জেনে নিন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১
What to Put in child’s First Aid Kit

ফার্স্ট এড বাক্সে কী কী রাখবেন? ছবি: ফ্রিপিক।

শীতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? বাড়ির খুদে সদস্যের জন্য ফার্স্ট এড বাক্স নিচ্ছেন তো? ব্যাগ গোছানোর সময় গরম জামাকাপড় তো নেবেনই, সঙ্গে প্রাথমিক চিকিৎসার বাক্সটি নিতে ভুলবেন না। ঠান্ডার সময়ে এমনিতেও সর্দিকাশি, জ্বর বেশি হয় শিশুদের। আবার বাইরে গেলে সেখানকার আবহাওয়া ও খাওয়াদাওয়ায় পেটের গোলমালও হতে পারে। শিশুর যদি অ্যালার্জির ধাত থাকে, তা হলেও ওষুধপত্র গুছিয়েই নিতে হবে। তা হলে জেনে নিন, ফার্স্ট এড বাক্সে কী কী গুছিয়ে রাখবেন?

Advertisement

জ্বর-পেটখারাপের ওষুধ

জ্বর, পেটখারাপ, বমির মতো অসুস্থতার জন্য সাধারণ ওষুধ অবশ্যই রাখুন। শিশুর বয়স ও ওজন অনুযায়ী জ্বরের ওষুধের ডোজ় দিতে হবে। সঙ্গে ক্রোসিন বা প্যারাসিটামল রাখুন, তবে কী ডোজ়ে খাওয়াবেন তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। বমির ধাত থাকলে চিকিৎসককে জিজ্ঞাসা করে ওষুধ রাখুন। ফার্স্ট এড বাক্সে শিশুর জন্য আলাদা থার্মোমিটার অবশ্যই রাখবেন।

ব্যথার ওষুধ, ব্যান্ডেড

ব্যান্ডেড, তুলো, বিটাডিনের মতো অ্যান্টিসেপ্টিক লোশন ও ক্রিম তো নিতেই হবে। কেটেছড়ে গেলে নিয়োস্পিরিন জাতীয় পাউডার লাগালে ঝটপট রক্ত বন্ধ হয়, সংক্রমণের ঝুঁকিও থাকে না। ক্রেপ ব্যান্ডেজও নিয়ে নেবেন সঙ্গে। ছোট্ট একটা কাঁচি রাখলে ভাল হয়।

অ্যালার্জির ওষুধ রাখুন

অনেক শিশুরই অ্যালার্জির ধাত থাকে। আবার বাইরের ধুলোবালি বা খাবার থেকেও অ্যালার্জি হয়ে যায় অনেক শিশুর। তাই অ্যালার্জির ওষুধ সঙ্গে রাখতেই হবে। শ্বাসের সমস্যা থাকলে বা হাঁপানির ধাত থাকলে ইনহেলার অবশ্যই রাখবেন। তাৎক্ষণিক কষ্ট কমানোর জন্যে যে ইনহেলহার ব্যবহার করা হয়, তা তো নিতেই হবে, বিশেষ ক্ষেত্রে সঙ্গে রাখতে হবে প্রিভেন্টিভ ইনহেলারও।

পেট খারাপ হলে

বেড়াতে গিয়ে ডায়েরিয়া খুবই সাধারণ সমস্যা। তাই সঙ্গে ওআরএস রাখতেই হবে। পেটব্যথা থেকে রেহাই পেতে কী ধরনের ওষুধ জরুরি, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে।

পা মচকে গেলে বা শরীরে কোথাও পুড়ে গেলে

শিশু খেলতে গিয়ে পা মচকে গেলে বা আচমকা হাত-পায়ের কোনও জায়গায় ছেঁকা লেগে পুড়ে গেলে তার জন্য ওষুধ রাখুন। আইস প্যাক অবশ্যই রাখতে হবে বাক্সে। বার্ন রিলিফ স্প্রে রাখতে পারেন। তবে খুদেকে কোনটা দেবেন, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন।

Advertisement
আরও পড়ুন