Diaper Rashes

৩ উপায়: গরমে ডায়াপার পরালেও বাচ্চার ত্বকে র‌্যাশের সমস্যা হবে না

দিনের বেশির ভাগ সময়ে শিশুদের ডায়াপার পরিয়ে রাখলে অভিভাবকেরা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু বেশি ক্ষণ ডায়াপার পরার ফলে র‌্যাশ হলে কি আর নিশ্চিন্তে থাকতে পারেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ২১:৫৩
Image of baby

গরমে বেশি ক্ষণ ডায়াপার পরিয়ে রাখলে শিশুর ত্বকেও হতে পারে র‌্যাশ। ছবি: সংগৃহীত

গরমকালে অতিরিক্ত ঘামের ফলে বড়দের গায়ে র‌্যাশ, ঘামাচি হয়। সারা ক্ষণ ডায়াপার পরলে গরমকালে শিশুদের ত্বকেও নানা রকম সমস্যা দেখা যায়। অথচ ডায়াপার না পরালেও নয়। রাতে ঘুমোনোর সময় বার বার পোশাক, বিছানা ভিজিয়ে ফেললে ঝামেলায় পড়তে হয় মা-বাবাকে। তাই দিনের বেশির ভাগ সময় ডায়াপার পরিয়ে রাখলে অভিভাবকেরা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন। তবে চিকিৎসকেরা বলছেন, গরমকালে ডায়াপার পরলে অনেক শিশুরই ত্বকে র‌্যাশ হয়। তা নিয়ে চিন্তার বিশেষ কোনও কারণ নেই। ঘরোয়া কিছু টোটকাতেই এই সমস্যার সমাধান করা যায়।

Advertisement
Image of baby

ছবি: প্রতীকী

১) নারকেল তেল

নারকেল তেলের অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্টের গুণাগুণ ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পাশাপাশি এই তেলের অ্যান্টি ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল যৌগগুলি ত্বকে কোনও রকম সংক্রমণ হতে দেয় না।

২) অ্যালো ভেরা

কাটা, ছড়া, পুড়ে যাওয়া— যে কোনও সমস্যায় অ্যালো ভেরা দারুন কাজ করে। শিশুদের ত্বকের যে কোনও সমস্যায় ব্যবহার করা যায় এই ভেষজ। অ্যালো ভেরার অ্যান্টিব্যাক্টেরিয়্যাল যৌগ ত্বকের যে কোনও প্রকারের সংক্রমণ রুখে দিতে পারে। তবে গাছ থেকে পাতা কেটে সরাসরি এই জেল শিশুর ত্বকে না মাখানোই ভাল।

৩) ওট্‌সের গুঁড়ো

ওট্‌সের গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে নিন। শিশুকে স্নান করানোর আগে তার গায়ে এই মিশ্রণ ভাল করে মাখিয়ে দিন। হালকা হাতে ঘষে নিয়ে জল ঢেলে ধুয়ে ফেলুন। ডায়াপার থেকে হওয়া র‌্যাশ, ঘামাচি দূর হবে সহজেই।

Advertisement
আরও পড়ুন