Chicken Pox

করোনা, ডেঙ্গির পর চোখ রাঙাচ্ছে চিকেন পক্স, সুরক্ষিত থাকার উপায় বলে দিলেন চিকিৎসক

কেন হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠল চিকেন পক্স? এই রোগের হাত থেকে বাঁচার উপায় বা কী? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল চিকিৎসক অদ্রিজা রহমান মুখোপাধ্যায়ের সঙ্গে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৩
Image of Chicken Pox.

চলতি বছরের প্রথম দিকে জলবসন্তে আক্রান্ত হয়ে ঘটেছে মৃত্যুর ঘটনাও। প্রতীকী ছবি।

করোনা, ডেঙ্গির পর্ব কাটিয়ে এ বার চোখ রাঙাচ্ছে চিকেন পক্স। শীতের শেষ আর বসন্তের শুরু, এই সন্ধিক্ষণেই জলবসন্ত বাড়াবাড়ি আকার ধারণ করে। তবে এ বছর যেন চিকেন পক্সের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। চলতি বছরের প্রথম দিকে জলবসন্তে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। সাম্প্রতিক কালে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক বাড়ছে। চিন্তিত চিকিৎসক মহলও। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এ বছর চিকেন পক্সে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্করা। চলতি বছরের প্রথম দিকে জলবসন্তে আক্রান্ত হয়ে ঘটেছে মৃত্যুর ঘটনাও। কেন হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠল চিকেন পক্স? এই রোগের হাত থেকে বাঁচার উপায়ই বা কী? এ সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল চিকিৎসক অদ্রিজা রহমান মুখোপাধ্যায়ের সঙ্গে।

Advertisement

এ বিষয়ে কী বক্তব্য চিকিৎসকের? কী ভাবে সাবধান হতে বলছেন তিনি? অদ্রিজা বলেন, ‘‘বছরের যে কোনও সময়েই চিকেন পক্স হতে পারে। তবে এই সময়ে জলবসন্তের সমস্যায় সবচেয়ে বেশি দেখা যায়। তার অন্যতম কারণ হল, শীত ও বসন্তের মাঝামাঝি সময়ে বাতাসে ভাইরাসের পরিমাণ অনেক বেশি থাকে। তবে প্রথম থেকেই বাচ্চাদের প্রতিষেধক দিয়ে দেওয়া হয়। যাতে এই ভাইরাস শরীরে প্রবেশ করলেও বাড়াবাড়ি কিছু না হতে পারে। তবে যে কোনও বয়সে চিকেন পক্স হতে পারে। মৃদু জ্বর, গা, হাত, পায়ে ব্যথা, দুর্বলতা এবং সারা শরীরে র‌্যাশ— এই হল চিকেন পক্সের মূল কয়েকটি উপসর্গ। রোগীর প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে যে চিকেন পক্স বাড়াবাডি আকার ধারণ করবে কি না। আর যে ব্যাক্টেরিয়া শরীরে প্রবেশ করেছে, তার আক্রমণকারী ক্ষমতা যদি বেশি থাকে, তা হলেও পরিস্থিতি বাড়াবাড়ি হতে পারে।’’

চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা সাম্প্রতিক কালে খুবই আলোড়ন ফেলেছে জনসাধারণের মধ্যে। অনেকেই এই বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।

চিকেন পক্সের ক্ষেত্রে শারীরিক পরিস্থিতি কতটা হাতের বাইরে চলে গেলে প্রাণ সংশয়ের ঝুঁকি থাকে? চিকিৎসকের কথায়, ‘‘এমনি সাধারণ জলবসন্ত হলে মারা যাওয়ার আশঙ্কা কম। ‘চিকেন পক্স নিউমোনিয়া’ হলে, তবেই মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। পক্স থেকে বুকে সংক্রমণ ছড়িয়ে পড়ে জটিলতা বাড়িয়ে তোলে। এ বছর এই ‘চিকেন পক্স নিউমোনিয়া’ বেশি হওয়ার কারণ হতে পারে, গত দু’বছরে কোভিডের কারণে অনেকেরই ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে চিকেন পক্সের এই সংক্রমণ সহজেই আঘাত হানছে। এ ক্ষেত্রে চিকিৎসা শুরু করতে দেরি হওয়াও কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখানে একটি কথা বলে রাখা জরুরি। অনেকেরই ধারণা, র‌্যাশগুলি শুকিয়ে যাওয়ার পর যে খোসাগুলি ওঠে সেগুলি থেকেই ছড়ায় সংক্রমণ। তা কিন্তু নয়। এর সংক্রামক ক্ষমতা শুরু হয় র‌্যাশ বেরোনোর আগে থেকেই।’’

এক বার চিকেন পক্স হলে কি দ্বিতীয় বার হতে পারে?

জলবসন্ত থেকে বাঁচতে কী কী সুরক্ষা মেনে চলা জরুরি? অদ্রিজার কথায়, ‘‘এক বারের বেশি হতেই পারে এই রোগ। তবে তার অভিঘাত যে সব সময়ে প্রথম বারের মতোই হবে, এমন নয়। করোনা টিকা নেওয়ার পরেও তো ফের আক্রান্ত হচ্ছেন অনেকেই। এক বার আক্রান্ত হলেও এই সময়ে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। খুব ভাল হয় যদি ভিড় এড়িয়ে চলা যায়। কারণ, কে আক্রান্ত হয়েছেন, তা তো বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয়। এ ছাড়া বাইরে থেকে ফিরে এক বার স্নান করা নেওয়া যেতে পারে। প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমন কিছু খাবার রোজের পাতে রাখা জরুরি। বাইরে বেরোলে মাস্ক পরে থাকা জরুরি। কারণ যে কোনও জীবাণু সাধারণত নাক এবং চোখ দিয়েই প্রবেশ করে শরীরে।’’

Advertisement
আরও পড়ুন