Weight Loss

রোগা হতে চেয়েও পারছেন না? মেদ ঝরানোর ডায়েট থেকে কোন পানীয়গুলি বাদ দেবেন?

ওজন কমাতে বেশি করে জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে রোজের ডায়েটে কোন পানীয়গুলি রাখবেন, আর কী রাখবেন না, সে বিষয়ে জেনে নেওয়া জরুরি। দ্রুত রোগা হতে কোন পানীয়গুলি খাবেন না?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১৭:৩৫
ওজন কমাতে চাইলে বেশি করে জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

ওজন কমাতে চাইলে বেশি করে জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ছবি: সংগৃহীত

রোগা হতে চান অনেকেই। সাধ্যমতো পরিশ্রমও করেন অনেকে। কিন্তু সফল হন কেউ কেউ। পুষ্টিবিদরা জানাচ্ছেন, আসলে এ ক্ষেত্রে চেষ্টার মধ্যেই থেকে যায় গলদ। জিমে যাওয়া, খাওয়াদাওয়ায় নিয়ম মানা, বাইরের খাবার খাওয়া থেকে নিজেকে দূরে রাখা— রোজের জীবনে এমন হাজার নিয়ম মেনে চলেও মেদ ঝরতে চায় না কিছুতেই। আসলে রোগা হওয়ার পর্বে কী খাচ্ছেন, সেটা খুব জরুরি। অনেকেই ডায়েটে নানা ধরনের পানীয় রাখেন। ওজন কমাতে চাইলে বেশি করে জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে রোজের ডায়েটে কোন পানীয়গুলি রাখবেন আর কোনগুলি রাখবেন না, সে বিষয়ে জেনে নেওয়া জরুরি। উপকারী ভেবে এমন কিছু পানীয় অনেকেই এই সময়ে খেয়ে থাকেন, যেগুলি উপকারের চেয়ে ক্ষতি করে বেশি।

আপেলের রস

Advertisement

এটা শুনে অবাক হতে পারেন অনেকেই। কারণ আপেল মেদ ঝরানোর কাজে দারুণ কার্যকর। আপেল থেকে তৈরি রস কিন্তু রোগা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ বাজার থেকে কিনে আনা এই ধরনের পানীয়ে চিনি মেশানো থাকে। ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে। ওজন তো কমেই না, উল্টে বেড়ে যেতে পারে। তাই এই ধরনের পানীয় রোগা হওয়ার সময়ে বেশি না খাওয়াই ভাল। তবে আপেলের রস বাড়িতে তৈরি করে নিতে পারেন। কিন্তু ভুলেও তাতে চিনি মেশাবেন না।

উপকারী ভেবে এমন কিছু পানীয় অনেকেই এই সময়ে খেয়ে থাকেন, যেগুলি উপকারের চেয়ে ক্ষতি করে বেশি।

উপকারী ভেবে এমন কিছু পানীয় অনেকেই এই সময়ে খেয়ে থাকেন, যেগুলি উপকারের চেয়ে ক্ষতি করে বেশি। প্রতীকী ছবি।

কমলালেবুর রস

আপেলের রসের মতো কমলালেবুর রসও কিন্তু তেমন উপকারী নয়। কমলালেবুর রসে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ কর্ন সিরাপ রয়েছে। যা ওজন বাড়িয়ে দিতে পারে। এটি এক ধরনের স্টার্চ। এর বাজারমূল্য চিনির চেয়ে কম। ফলে অনেক প্রস্তুতকারক সংস্থাই তাঁদের তৈরি করা পানীয়ে চিনির বিকল্প হিসাবে এটি দিয়ে থাকেন। কিন্তু চিনির চেয়েও এটি বেশি মিষ্টি এবং ক্ষতিকর। ফলে বাইরে থেকে কমলালেবুর রস কিনে না খাওয়াই ভাল। শীতকালে এখন বাজার জুড়ে কমলালেবুর ছড়াছড়ি। টাটকা, সতেজ কমলালেবু দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন।

স্মুদি

রোগা হতে চাইছেন, এমন অনেকের রোজের ডায়েটে থাকে স্মুদি। স্বাস্থ্যকর পানীয়গুলির মধ্যে নিঃসন্দেহে রয়েছে স্মুদি। বিভিন্ন ফল এবং শাকসব্জি দিয়ে তৈরি স্মুদি শরীরের পক্ষে দারুণ উপকারী। বিশেষ করে ওজন কমাতে। বাজারে অনেক রকম স্মুদি পাওয়া যায়। এগুলি স্বাদে দুর্দান্ত হলেও শরীরের জন্য ভাল নয়। এই ধরনের পানীয়ে প্রচুর পরিমাণে চিনি থাকে। এতে স্মুদির স্বাস্থ্যগুণ অনেকটা নষ্ট হয়ে যায়। তাই বাজারের প্যাকেটজাত স্মুদি এড়িয়ে চলুন। বরং ভরসা রাখুন বাড়িতে তৈরি স্মুদির উপর। তাতে উপকার না হলেও, অপকার হওয়ার ভয় নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement