Water Park

Water Park: ওয়াটার পার্কের জলে মিশেছে মল! পেটের সমস্যায় আক্রান্ত ২৭

আমেরিকার ক্যানসাসে একটি ওয়াটার পার্কে খেলাধুলো করার পর বিভিন্ন ধরনের পেটের সমস্যায় আক্রান্ত হলেন প্রায় ২৭ জন।

Advertisement
সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ১৭:৫১
জলে মল!

জলে মল! ছবি: সংগৃহীত

ওয়াটার পার্কে জলকেলি করার পরই বিভিন্ন ধরনের পেটের সমস্যায় আক্রান্ত হন দুই ডজনেরও বেশি মানুষ। আমেরিকার ক্যানসাসের একটি ‘ওয়াইল্ড লাইফ থিম পার্কের’ ঘটনা। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাল, ওই পার্কের জলে কোনও ভাবে মিশে যায় মল। আর তা থেকেই ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের জীবাণু।

Advertisement

সিডিসি জানিয়েছে, শিগেলা নামক একটি ব্যাক্টেরিয়া ও নোরো ভাইরাস নামক একটি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওই পার্কে ঘুরতে যাওয়া অন্তত ২৭ জন ব্যক্তি। ডায়েরিয়া, জ্বর, পেটে ব্যথা, বমি ও বার বার মলত্যাগের বেগের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তিন জনকে। আক্রান্তদের মধ্যে ২১ জনের বয়স ১৫-এর কম।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই দুই ধরনের জীবাণুই ছড়ায় মলের মাধ্যমে। তাই কেউ যদি ওয়াটার পার্কের জলে মল-মূত্র ত্যাগ করেন তবে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। তাই এই ধরনের পার্কে খেলাধুলোয় মত্ত হলেও খেয়াল রাখতে হবে যেন জল মুখে না যায়।

আরও পড়ুন
Advertisement