Covid

Coronavirus: আপনার কি কোভিডের বুস্টার টিকা আদৌ প্রয়োজন?

কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা ধরে রাখার জন্যই দরকার এই বুস্টার টিকা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ১৬:০৯
আগে যাঁরা টিকা পেয়ে গিয়েছেন , তাঁদের কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি আরও পোক্ত করার জন্যই এই বুস্টার।

আগে যাঁরা টিকা পেয়ে গিয়েছেন , তাঁদের কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি আরও পোক্ত করার জন্যই এই বুস্টার। ছবি সংগৃহীত

কোভিডের নতুন রূপ ওমিক্রনের বাড়বাড়ন্ত বিশ্বজুড়ে। নতুন এই রূপটির উচ্চ সংক্রমণের হার ক্রমশই উদ্বেগের কারণ হয়ে উঠেছে চিকিৎসকদের। করোনার দু'টি টিকা নিয়েও ওমিক্রনে সমক্রমিত হচ্ছেন বহু মানুষ। তবে চিকিৎসকরা অনেকেই মনে করছেন, টিকার বুস্টার কোভিডের নয়া রূপের বিরুদ্ধে উচ্চতর সুরক্ষা প্রদান করতে পারে।

সরকারি নির্দেশিকা অনুসারে, ভারতে করোনা যোদ্ধাদের ও কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব নাগরিকদের এই টিকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার ন’মাস বা ৩৯ সপ্তাহ পরেই নেওয়া যাবে এই বুস্টার। তবে ভারতে টিকার ক্ষেত্রে কোনও মিশ্রণ অনুমোদিত নয়। যাঁরা কোভিশিল্ডের দু’টি টিকা নিয়েছেন, তাঁদের কোভিশিল্ডেরই বুস্টার নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং যাঁরা কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁদের কোভ্যাক্সিনেরই বুস্টার নিতে হবে।

Advertisement

বুস্টার টিকা আসলে কী?

বুস্টার হল টিকাকরণ প্রক্রিয়ার একটি অতিরিক্ত ধাপ। আগে যাঁরা টিকা পেয়ে গিয়েছেন , তাঁদের কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি আরও পোক্ত করার জন্যই এই বুস্টার। ন’মাসের বেশি সময় যাঁরা দু’টি টিকা নিয়ে ফেলেছেন, তাঁদের শরীরে কিন্তু এত দিন অ্যান্টিবডি থাকার কথা নয়। কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা ধরে রাখার জন্যই এই বুস্টার টিকার প্রয়োজন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কারা নেবেন এই বুস্টার টিকা?

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন-এর মতে, নিম্নলিখিত মানুষদের বুস্টার বেশি প্রয়োজন:

১. যাঁরা ক্যানসারে আক্রান্ত।

২. অঙ্গ প্রতিস্থাপনের পর যাঁরা রোগ প্রতিরোধশক্তি কমিয়ে রাখার ওষুধ খাচ্ছেন।

৩. শেষ দুই বছরে স্টেম সেল প্রতিস্থাপন হয়েছে ।

৪. জিনগত কারণে রোগ প্রতিরোধ শক্তি অনেকটাই কমে রয়েছে। যেমন, উইশকট অ্যালড্রিচ সিনড্রোম, ডিজিঅর্জ সিনড্রোম।

৫. যাঁরা এডস-এর গুরুতর পর্যায়ে রয়েছেন বা যাঁদের চিকিৎসা হয়নি।

তবে ভারতের মতো দেশে যেখানে সংক্রমণের লেখচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী, সেখানে নির্দিষ্ট কিছু মানুষকে বুস্টার দিয়ে কতটা লাভ হবে, এই নিয়েও প্রশ্ন তুলছেন একদল বিশেষজ্ঞ।

Advertisement
আরও পড়ুন