New Bengali Movie

ডাকাতির পর ভৌতিক উপদ্রব! অরিত্রের পরিচালনায় আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’: জ়িনিয়া

প্রথম ভূতের ছবি বানাতে চলেছেন। ক্যামেরার পিছনে চোখ রাখার আগে একের পর এক ভূতের ছবি দেখছেন পরিচালক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:২২
পরিচালক অরিত্র মুখোপাধ্যায় আনছেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, কাহিনিকার জ়িনিয়া সেন।

পরিচালক অরিত্র মুখোপাধ্যায় আনছেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, কাহিনিকার জ়িনিয়া সেন। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার সকালে উইন্ডোজ় প্রযোজনা সংস্থার সমাজমাধ্যম ‘হ্যাকড’। প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিত্ব সমাজমাধ্যমেই জানিয়েছিলেন সে খবর। বেলা বাড়তে সেই খবরে নতুন যোগ! একদল ভূত নাকি সাময়িক দখল নিয়েছিল সংস্থার সমাজমাধ্যম। নিজেদের ছাপ সেখানে রেখে সাময়িক বিদায় নিয়েছে! নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় তেনাদের নিয়ে ছবি প্রযোজনা করবেন, এই আশ্বাস দিতে। কমিক বইয়ের আদলে তৈরি ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে এ দিনই।

Advertisement

যোগাযোগ করতেই আনন্দবাজার অনলাইনকে কাহিনি-চিত্রনাট্যকার জ়িনিয়া সেন জানিয়েছেন, আগামী শীতে অরিত্র মুখোপাধ্যায় বড় পর্দায় ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ আনছেন। ডাকাতির পর রুপোলি পর্দায় ভূতের উপদ্রব! প্রযোজনা সংস্থার ঝুলিতে একটিও ভূতের ছবি নেই বলেই কি...? কথা ফুরতে দেননি জ়িনিয়া। তাঁর পাল্টা বক্তব্য, “নন্দিতাদি, শিবুর সঙ্গে এক বার উত্তরবঙ্গ বেড়াতে গিয়েছিলাম। যে হোটেলে উঠেছিলাম সেটা খুব শুনশান। পাহাড়ের কোলঘেঁষা ঘরগুলোয় যখন-তখন মেঘ ঢুকে পড়ত। সন্ধ্যা নামলেই হোটেল লোকশূন্য, বেশির ভাগ ঘর তালাবন্ধ। এমনই এক সন্ধ্যায় আমরা তিন জন বসে ভূত নিয়ে আলোচনা করছিলাম।” পরিচালক জুটির অন্যতম নন্দিতার সঙ্গে কাহিনি-চিত্রনাট্যকার মুখে মুখে গল্প তৈরি করছিলেন। সেখান থেকে জন্ম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর গল্পের কাঠামোর।

গরমের ছুটি মানেই অরিত্রের ছবি। গত কয়েক বছর এমনই রীতি ছিল প্রযোজনা সংস্থার।

সেই রীতি ভেঙে পরিচালক এ বার শীতে আসছেন। যোগাযোগ করতেই অরিত্র বললেন, “জ়িনিয়া মিষ্টি গল্প লিখেছে। ওর সঙ্গে চিত্রনাট্য লিখছেন গোধূলি শর্মা। ছবিতে যেমন শিরশিরানি ভৌতিক কাণ্ড থাকবে তেমনই থাকবে প্রেম, কৌতুকরস এবং আরও অনেক কিছু। অনেকটা ‘স্ত্রী’ বা ‘ভুলভুলাইয়া’র মতো।” জানালেন, প্রথম ভূতের ছবি বানাতে চলেছেন। ক্যামেরার পিছনে চোখ রাখার আগে একের পর এক ভূতের ছবি দেখছেন পরিচালক।

এ বারের গরমের ছুটিতে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘আমার বস’ আসছে। পরিচালনার পাশাপাশি রাখি গুলজ়ারের ছেলের ভূমিকায় অভিনয়ও করেছেন শিবপ্রসাদ। তার পরেই মে-জুন মাস থেকে শুরু হয়ে যাবে ভৌতিক ছবির শুটিং। জ়িনিয়া এবং অরিত্র দু’জনেই জানিয়েছেন, এখনও চরিত্রাভিনেতাদের বাছাই পর্ব চলছে। টলিপাড়ার আন্দাজ, এই ছবিও তারকাখচিত হবে। শুটিং হবে কলকাতায় এবং উত্তরবঙ্গে। শহরের ভৌতিক বাড়ি বা স্থান হিসাবে পরিচিত জায়গাগুলোতেও শুটিং করার ইচ্ছে প্রযোজনা সংস্থার।

Advertisement
আরও পড়ুন