tollywood

হিন্দি ভাষায় তৈরি হবে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, কী বলছেন প্রযোজক শিবপ্রসাদ?

ছবিটি কি অরিত্রই পরিচালনা করবেন, নাকি শিবপ্রসাদ সেই দায়িত্ব কাঁধে নেবেন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১২:১১
ঋতাভরী চক্রবর্তী

ঋতাভরী চক্রবর্তী

হিন্দি ভাষায় তৈরি হবে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। বলিউডের প্রযোজকের কাছে চিত্রনাট্যটি চিত্তাকর্ষক লাগার পরেই এই খবরটি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় এবং প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে এখনও বাকি কিছু স্থির হয়নি বলেও জানালেন তাঁরা।
খবরটি পাওয়ার পরেই দু’টো প্রশ্ন উঠে এল। মহিলা পুরোহিতের চরিত্রে ফের ঋতাভরী চক্রবর্তীই অভিনয় করবেন, নাকি কোনও বলি তারকা? ছবিটি কি অরিত্রই পরিচালনা করবেন, নাকি শিবপ্রসাদ সেই দায়িত্ব কাঁধে নেবেন?
না, কোনও প্রশ্নের উত্তরই মেলেনি এখনও। কারণ, নির্মাতাদের কাছেও এই প্রশ্ন দু’টির জবাব নেই এই মুহূর্তে।
উইন্ডোজ প্রোডাকশন হাউসের কর্ণধার প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করল আনন্দবাজার ডিজিটাল। তিনি জানালেন, এই মুহূর্তে চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। ‘‘যেহেতু হিন্দি ভাষায় তৈরি হচ্ছে, তাই গল্পের প্রেক্ষাপট বদলে যাবে। বাঙালিয়ানা থাকবে না। ‘আরিয়া’ ওয়েবসিরিজের লেখিকা অনু সিংহ আমাদের সঙ্গে কাজ করছেন। তিনি কলকাতায় এসেছেন এই কাজের জন্য। লেখালেখির কাজ চলছে’’, জানালেন শিবপ্রসাদ।
পরিচালনার কথা জিজ্ঞেস করতে শিবপ্রসাদ কেবল জানালেন, ক্যামেরার পিছনে যাঁরা ছিলেন, তারাই কাজ করবেন কিন্তু কার কাঁধে কী দায়িত্ব, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বললেন না তিনি। ঋতাভরীর প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘এখনই কিছু বলার সময় আসেনি। হিন্দিতে কিছু না কিছু তো বদলাবেই।’’

Advertisement

কিন্তু তাঁর কথায় স্পষ্ট, তিনি অত্যন্ত খুশি এই সাফল্যে। তিনি এত দিন ধরে দেখে এসেছেন, একটি ছবি বানানো হল, মুক্তি পেল, তার পর জনতার প্রতিক্রিয়া— ব্যস, সেখানেই পথের শেষ। কিন্তু এ ক্ষেত্রে বলা যেতে পারে যে এই ছবিটি একটি বৃত্ত সম্পূর্ণ করল। এ ভাবে একটা ছবি একের পর এক বড় বড় চলচ্চিত্র উৎসবে সুযোগ পেল। সেরা ছবির শিরোপা পেল। তার পর হিন্দি ভাষায় সেই ছবির রিমেক হওয়ার সুযোগও চলে এল। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-র ক্ষেত্রে এ সব কিছু হল। প্রযোজকের মতে, ‘‘ভারতবর্ষে এখন যা চলছে, তার নিরিখে এই ধরনের ছবির প্রয়োজন পড়েছে। ফের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ করা নিয়ে বিধিনিষেধ প্রণয়ন হয়েছে। তাই গোটা দেশের সামনে এই ছবিটি তুলে ধরাটা খুব দরকার।’’
অরিত্রর সঙ্গে কথা বলে জানা গেল, তাঁর কাছে এখনও সব তথ্য নেই। কিন্তু তিনি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতার কথা জানালেন আনন্দবাজার ডিজিটালকে। পরিচালক জানালেন, ‘‘এক একটি দৃশ্যে হাততালি পড়ছিল। যেখানে শাশুড়ি ঘুরে দাঁড়িয়ে কন্যাদানে বাধা দিলেন, সেই সময়ে দর্শকের উত্তেজনাটা দেখার মতো ছিল। তাঁরা কিন্তু অবাঙালি। আমরা চমকে গিয়েছিলাম তাঁদের প্রতিক্রিয়া দেখে।’’ সে সব মাথায় রেখেই উইন্ডোজের সিদ্ধান্ত, এই ছবিটির প্রেক্ষাপট আরও বিস্তৃত হওয়া উচিত।
ঋতাভরী অভিনয় করবেন কিনা জানতে চাইলে অরিত্র জানালেন, ‘‘এখনও কিছু জানি না আমি। ঋতাভরী তো আছেই। আমার ধারণা, এই গল্পটি পেলে আরও অনেকেই অভিনয় করতে চাইবেন। দেখা যাক।’’

Advertisement
আরও পড়ুন